আগস্ট মাসে যেসকল দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে বর্তমানে অনলাইন অথবা অন্যান্য ডিজিটাল মাধ্যমে এলেও বিভিন্ন কারণে গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় ছুটে যেতে হয়। এছাড়াও ভারতের মতো দেশে বেশিরভাগ মানুষই সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে নিজেদের কাজকর্ম করতে পছন্দ করেন। আর ব্যাঙ্কের শাখায় গিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার কোন মাসে কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ প্রতি মাসেই বিভিন্ন ছুটিছাটার কারণে বেশ কয়েকটি দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকে।

প্রতি মাসের মত আগস্ট মাসেও বেশ কয়েকটা দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে পাওয়া সরকারি ছুটির তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে আগস্ট মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে মাত্র দুই দিন। তবে তার সাথে আরও দুদিন যোগ হয়েছে শনিবারের ছুটির কারণে, আর পশ্চিমবঙ্গে লকডাউনের কারণে আরও ৩ টি দিন যোগ হয়েছে ছুটির তালিকা। অর্থাৎ আগস্ট মাসে রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে ৭ দিন। এছাড়াও ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে।

আগস্ট মাসে ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকা

১লা আগস্ট : ইসলাম ধর্মাবলম্বীদের উৎসব বকরি ইদ উপলক্ষে এদিন দেশের পাশাপাশি রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

১৫ই আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের প্রতিটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

৮ এবং ২২শে আগস্ট : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়মানুসারে শনিবারের ছুটি অনুযায়ী এই দুটি দিন দেশের পাশাপাশি রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে দ্বিতীয় ও চতুর্থ শনিবারের জন্য।

আগস্ট মাসে এই চারটি দিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটি ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের থেকে যে দিনগুলিতে রাজ্যে পূর্ণ লকডাউন ডাকা হয়েছে সেগুলির মধ্যে ৫, ২৪, ৩১ শে আগস্ট এই তিনদিন রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে আগস্ট মাসে যে ৭ দিন পূর্ণ লকডাউন জারি করেছে সেই ৭ দিনের মধ্যে ৫ই আগস্ট বুধবার, ২৪ এবং ৩১শে আগস্ট সোমবার। আর রাজ্য সরকারের বর্তমান লকডাউন নির্দেশিকা অনুযায়ী পূর্ণ লকডাউনের দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রবিবার এমনিতেই সমস্ত কিছু বন্ধ থাকে।

এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনকে সংক্রমণ ঠেকানোর জন্য ব্যাঙ্কের পরিষেবা দেওয়ার সময় পরিবর্তন করার অনুরোধ করা হয়। সেই অনুরোধ অনুযায়ী লকডাউনের দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ রাখার পাশাপাশি অন্যান্য দিনগুলিতে ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। এছাড়াও রাজ্যে আলাদাভাবে যেসকল জেলাগুলোতে লকডাউন ডাকা হয়েছে সেই সকল জেলার লকডাউনের সূচী অনুযায়ী জেলার ব্যাঙ্কগুলি আলাদা সময়সীমা নির্ধারণ করেছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে।