জানুয়ারি মাসে ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি কাজ সারুন তাড়াতাড়ি

নিজস্ব প্রতিবেদন : পুরাতন বছর শেষ হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আসছে নতুন বছর। আর নতুন বছর আসা মানেই উৎসবে বাড়তি খরচ। তবে এই আনন্দের মাঝে জেনে রাখা জরুরি যে, বছরের শুরুর মাসটিতে রয়েছে ১০ দিন ব্যাঙ্ক বন্ধ। তাই টাকা-পয়সা লেনদেনের কাজ আর দেরি না করে দ্রুত সেরে ফেলুন।

২০২০ সালের জানুয়ারি মাসে যে দশটি দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তার তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এগুলির মধ্যে অবশ্যই রবিবার বাদ রয়েছে। এছাড়াও বাদ রয়েছে সরকারি ছুটি রবিবার পরে যাওয়ার সংখ্যাটিও। তার পরেও দেশের বিভিন্ন রিজিওনাল অনুযায়ী ছুটির সংখ্যা ৯।

১ লা জানুয়ারি ২০২০ : বছরের প্রথম দিন বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে (আইজল, চেন্নাই, গ্যাংটক) ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

২ রা জানুয়ারি ২০২০ : আইজল ও চণ্ডীগড়ে গুরু গোবিন্দ সিং-এর জন্মদিন উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷

১১ ই জানুয়ারি ২০২০ : মাসের দ্বিতীয় শনিবার৷ ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে দেশজুড়ে৷

১৪ ই জানুয়ারি ২০২০ : মকর সংক্রান্তি উপলক্ষ্যে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

১৫ ই জানুয়ারি ২০২০ : উত্তরায়ণের পূর্ণকাল বলে সংক্রান্তি, পোঙ্গল, মাঘ বিহু ও দুসু পুজো উপলক্ষ্যে বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহটি, হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

২৩ শে জানুয়ারি ২০২০ : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

২৫ শে জানুয়ারি ২০২০ : মাসের চতুর্থ শনিবার, দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

২৬ শে জানুয়ারি ২০২০ : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ (যদিও এদিন রবিবার)।

৩০ শে জানুয়ারি আগরতলা, ভুবনেশ্বর, কলকাতায় সরস্বতী পুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷


এছাড়াও আপনারা রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট https://m.rbi.org.in//Scripts/HolidayMatrixDisplay.aspx থেকেও দেখতে পাবেন দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকার দিন।

মনে রাখবেন, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রে অবশ্য মাসের দুটি শনিবার নিয়ে চারদিন ব্যাঙ্ক বন্ধের হয়রানি বইতে হবে।

দেশজুড়ে বিভিন্ন রাজ্যের ভিত্তিতে ২০২০ সালের জানুয়ারি মাসে ব্যাঙ্ক ছুটির সংখ্যা ১০। এই ছুটির বিস্তৃত তালিকা রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকাতে বর্ণনা করা হয়েছে।