নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে অধিকাংশ মানুষ বাড়িতে নগদ রাখার পরিবর্তে টাকা রাখেন ব্যাঙ্ক (Bank) অথবা পোস্ট অফিসে (Post Office)। ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার পাশাপাশি তারা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) পছন্দ করেন টাকা সঞ্চয়ের জন্য। আসলে ফিক্সড ডিপোজিটে অনেক বেশি সুদ পাওয়া যায়।
সুদ বেশি পাওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক হোক অথবা পোস্ট অফিস, বিভিন্ন প্রকল্প থাকলেও দেশের অধিকাংশ মানুষের কাছেই স্বাচ্ছন্দের জায়গা হল ফিক্সড ডিপোজিট। খুব সহজ হিসাবে এখানে টাকা রাখার বন্দোবস্ত থাকার পাশাপাশি ভালো সুদ পাওয়ার কারণেই দিন দিন তা জনপ্রিয়তা অর্জন করছে। তবে প্রশ্ন হল ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ কোথায় বেশি? ব্যাঙ্ক না পোস্ট অফিস!
সুদের দিক ছাড়াও টাকা সঞ্চয় রাখার ক্ষেত্রে সুরক্ষার বিচারে অনেক এগিয়ে রয়েছে পোস্ট অফিস। যেমন ব্যাঙ্কে টাকা সঞ্চয় করার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিফল্টের ক্ষেত্রে টাকা ফেরত পাওয়া যায়। কিন্তু পোস্ট অফিসে এমন কোন ঊর্ধ্বসীমা নেই। পোস্ট অফিসে টাকা সঞ্চয় করার ক্ষেত্রে সঞ্চয়ের পুরো অংশই সুরক্ষার মধ্যে থাকে। অর্থাৎ কোনরকম ডিফল্ট হলে সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যায়।
পোস্ট অফিসে বর্তমানে যে সকল টার্ম ডিপোজিট রয়েছে তাতে সুদের হার বেশ ভালো দেওয়া হয়। এক বছরের ক্ষেত্রে ৬.৮%, দু’বছরের ক্ষেত্রে ৬.৯%, তিন বছরের ক্ষেত্রে ৭%, পাঁচ বছরের ক্ষেত্রে ৭.৫% সুদ দেওয়া হয়ে থাকে। সুদের পরিমাণ যথেষ্ট ভালো থাকার পাশাপাশি পোস্ট অফিসে সঞ্চয়ের সম্পূর্ণ টাকা সুরক্ষিত।
ব্যাঙ্কের কথা বলতে গেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সহ বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে মোটামুটি ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের বিনিয়োগের উপর ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ সুদের হার অফার করা হয়ে থাকে। তবে সিনিয়র সিটিজেনরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পেয়ে থাকেন। অন্যদিকে পোস্ট অফিসের দেড় লক্ষ টাকা পর্যন্ত সুদের ওপর কর ছাড়ের সুবিধা রয়েছে।