জুনে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এই দিনগুলিতে হবে না ২০০০ টাকার নোট বদল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি সরকারি কর্মচারীদের মতো ব্যাঙ্ক কর্মচারীরাও প্রতিমাসের বিশেষ কিছুদিনে ছুটি পেয়ে থাকেন। তবে ব্যাঙ্ক কর্মচারীদের (Bank Workers) প্রতিটি কর্ম দিবস এবং প্রতিটি ছুটি সরাসরি প্রভাব ফেলে আমজনতার ওপর। কেননা কোন না কোন কারণেই আমজনতার বিরাট একটি অংশকে প্রতিদিনই ব্যাঙ্কের শাখায় যেতে হয়। এই সকল গুরুত্বের কথা মাথায় রেখে ব্যাঙ্কের ছুটির তালিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে নাগরিকদের কাছে।

Advertisements

এর পাশাপাশি গত ২৩ মে থেকে শুরু হয়েছে ২০০০ টাকার নোট বদল। ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত চলবে নোট বদল। নোট বদলের ক্ষেত্রে ব্যাঙ্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল পরিস্থিতিতে আগামী জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের বিভিন্ন জায়গার ভিত্তিতে ১২ দিন ব্যাঙ্ক বন্ধের ছুটির তালিকা প্রকাশ করেছে। ছুটির ওই দিনগুলিতে ব্যাঙ্কে বদলানো যাবে না ২০০০ টাকার নোট।

Advertisements

৪ জুন : রবিবার হওয়ার কারণে দেশের সব জায়গাতেই সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

Advertisements

১০ জুন : দ্বিতীয় শনিবার হওয়ার কারণে দেশের সব জায়গায় বন্ধ থাকবে ব্যাংকের শাখা।

১১ জুন : রবিবার হওয়ার কারণে দেশের সব জায়গাতেই সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

১৫ জুন : রাজা সংক্রান্তি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে মিজোরাম এবং ওড়িশায়।

১৮ জুন : রবিবার হওয়ার কারণে দেশের সব জায়গাতেই সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

২০ জুন : রথযাত্রা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে উড়িষ্যা ও ইমফলে।

২৫ জুন : রবিবার হওয়ার কারণে দেশের সব জায়গাতেই সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

২৬ জুন : খারচি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ত্রিপুরায়।

২৮ জুন : ঈদ উল জুহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে বেলাপুর, কোচি, নাগপুর, ত্রিভনাত্মপুরম, কেরল, মহারাষ্ট্র এবং জম্মু ও কাশ্মীরে।

২৯ জুন : ঈদ উল আধা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে কলকাতা, আগরতলা, আমেদাবাদ, আইজল, বেঙ্গালুরু, ভোপাল, চন্ডিগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, নিউ দিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগরে।

৩০ জুন : ঈদ উল জুহা ব্যাংক বন্ধ থাকবে আইজল এবং উড়িষ্যায়।

Advertisements