সপ্তাহে দু’দিন ছুটি! কবে থেকে চালু হবে ব্যাঙ্কের নতুন নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক কর্মীদের (Bank Workers) ছুটির ক্ষেত্রে যে নিয়ম বর্তমানে রয়েছে তা হলো, সপ্তাহে রবিবার ছাড়াও দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি পাওয়া যায়। এই সকল সাধারণ ছুটি ছাড়াও রয়েছে উৎসব অনুষ্ঠানের জন্য ছুটি (Bank Holidays)। তবে এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে, রবিবারের পাশাপাশি সপ্তাহের প্রতি শনিবার ছুটি মিলবে ব্যাংক কর্মীদের অর্থাৎ বন্ধ থাকবে ব্যাংকের শাখা। দীর্ঘ কয়েক মাস ধরেই এই ছুটির বিষয়ে জানা যাচ্ছে, এখন প্রশ্ন হল কবে থেকে নতুন এই নিয়ম চালু হবে?

Advertisements

জানা গিয়েছে, ব্যাংক কর্মচারীদের যে সকল ইউনিয়ন রয়েছে সেই সকল ইউনিয়নের দাবি অনুযায়ী এমন প্রস্তাব গ্রহণ করেছে ব্যাংক অ্যাসোসিয়েশন। গত ২৮ জুলাই এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারতীয় ব্যাংকগুলির ব্যবস্থাপনার প্রতিনিধি সংস্থা ব্যাংক কর্মচারীদের এই দাবি অনুমোদনের জন্য পাঠিয়েছে অর্থ মন্ত্রকের কাছে।

Advertisements

ব্যাংক অ্যাসোসিয়েশনের পাঠানো এই প্রস্তাব যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রণালয় অনুমোদন দিয়ে দেয় তাহলে এবার থেকে ব্যাংক কর্মচারীদের প্রতি সপ্তাহে দুদিন করে ছুটি মিলবে। নতুন নিয়ম কার্যকর হলেই আর সপ্তাহে পাঁচ দিনের বেশি কাজ করতে হবে না। নতুন প্রস্তাব অর্থাৎ নিয়ম কার্যকর হবে বলেই আশাবাদী ব্যাংক অ্যাসোসিয়েশন। অন্যদিকে নতুন এই নিয়ম চালু হলে ব্যাংক কর্মচারীদের প্রতিদিনের কাজের সময় ৪৫ মিনিট করে বেড়ে যেতে পারে।

Advertisements

ব্যাংক কর্মচারীদের সপ্তাহে দুদিন ছুটি দেওয়া ঠিক করতে ইতিমধ্যেই আগে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। তবে দফায় দফায় সেই বৈঠক হলেও এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি। কারণ এই ধরনের ছুটির অনুমোদন দেওয়া হলে সপ্তাহান্তে পরপর দুদিন ছুটির কারণে সাধারণ গ্রাহকদেরও অনেক সমস্যায় পড়তে হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। যে কারণে এমন দাবি মানা হয় কিনা তাই এখন দেখার।

এছাড়াও অল ইন্ডিয়া ব্যাংক অ্যাসোসিয়েশন এমন দাবি অনুমোদনের জন্য পাঠানোর পাশাপাশি উল্লেখ করেছে, সপ্তাহে দুদিন করে ছুটির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে প্রতিদিন ৪০ মিনিট পর্যন্ত কাজের সময়সীমা বৃদ্ধি করা যেতে পারে। এক্ষেত্রে সম্প্রতি ২৮ জুলাই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অনুমোদনের জন্য পাঠানোর পাশাপাশি আশা করা হচ্ছে এই বিষয়ে অনুমোদন মিলতে পারে। যদিও এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে দিন ঠিক হয়নি তবে থেকে এই নিয়ম কার্যকর হতে পারে।

Advertisements