টানা ৪ দিন নয়, টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ পশ্চিমবঙ্গে

নিজস্ব প্রতিবেদন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রতি মাসের শুরুতেই ছুটির তালিকা প্রকাশ করে থাকে। এই ছুটির তালিকা প্রকাশ করা হয়ে থাকে মূলত গ্রাহকদের যাতে কোনরকম ভোগান্তি না হয়। ছুটির তালিকা দেখে গ্রাহকরা উপকৃত হন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা এপ্রিল মাসের ছুটির তালিকা থেকে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে টানা দু’দিন ছুটি রয়েছে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মীদের। বেশ কিছু জায়গায় টানা চারদিন ব্যাঙ্ক ছুটি থাকবে এমনটা প্রচারিত হওয়ার কারণে অনেক গ্রাহকরাই বিভ্রান্তির সম্মুখীন হয়েছেন। তবে মনে রাখবেন পশ্চিমবঙ্গে টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য থেকে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৪ এপ্রিল বৃহস্পতিবার এবং ১৫ এপ্রিল শুক্রবার। শনিবার ফের স্বাভাবিক নিয়ম অনুসারেই ব্যাঙ্ক খোলা থাকবে এবং রবিবার নিয়ম অনুসারে ছুটি থাকবে ব্যাঙ্ক কর্মীদের।

১৪ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ব্যাঙ্ক বন্ধ রয়েছে ডাঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে। পাশাপাশি অন্যান্য বেশকিছু রাজ্যের আঞ্চলিক অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে রয়েছে মহাবীর জয়ন্তী, বৈশাখী, তামি নববর্ষ, বিজু উৎসব এবং বৈশাখী বিহু।

১৫ এপ্রিল অর্থাৎ শুক্রবার রয়েছে বাংলা নববর্ষ। এর পাশাপাশি রয়েছে গুড ফ্রাইডে। এ ছাড়াও বেশকিছু রাজ্যের ক্ষেত্রে নানান আঞ্চলিক সামাজিক ও ধর্মীয় ছুটি রয়েছে। শনিবার পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের প্রতিটি রাজ্যের ব্যাঙ্ক খোলা থাকবে। তবে ওই দিন ব্যাঙ্ক বন্ধ রয়েছে কেবলমাত্র আসামে। অন্যদিকে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও এটিএম পরিষেবা এবং অন্যান্য অনলাইন পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই জানা যাচ্ছে ব্যাঙ্ক সূত্রে।