BCCI: চুক্তির বাইরেও বাড়তি টাকা, IPL-এর থেকে বেশি রোজগার ঘোষণা BCCI-এর।

Prosun Kanti Das

Published on:

Advertisements

BCCI announces Test Cricket Incentive Scheme for senior men cricketer: সদ্যই সমাপ্ত হল ভারত বনাম ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে বহুল আলোচিত ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের এক কথায় বলা চলে সলিল সমাধি ঘটেছে। আর সেটি সম্ভব হয়েছে দলের সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি নবাগত তরুণ ক্রিকেটারদের অসাধারণ পারফরম্যান্সের কারণে। সিরিজের প্রথম থেকেই ছিলেন না দলের নিয়মিত খেলোয়াড় বিরাট কোহলি, মোহাম্মদ সামি এবং ঋষভ পান্ত। সিরিজের মাঝপথে চোট পেয়ে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার, কে এল রাহুলের মত অভিজ্ঞ ব্যাটাররা। তাছাড়া চোট বা রোটেশন পদ্ধতির কারণে একটি করে ম্যাচ মিস করেছেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহ। পারিবারিক কারণে টেস্ট চলাকালীন বাড়ি ফিরে গিয়েছিলেন রবিচন্দন অশ্বিন। তারপরেও এই টেস্ট সিরিজ জিততে অসুবিধা হয়নি ভারতের। কিন্তু তা সত্বেও ঈশান কিষান বা শ্রেয়াস আইয়ারদের মতো প্লেয়ারদের টেস্ট ম্যাচের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার প্রবণতায় বিশেষ চিন্তিত বিসিসিআই (BCCI)।

Advertisements

যার কারণে এক দারুন ঘোষণা করেছে বিসিসিআই (BCCI) এর বর্তমান সচিব জয় শাহ। এখন থেকে ক্রিকেটাররা শুধুমাত্র টেস্ট ম্যাচ খেলেই আইপিএলের থেকে বেশি টাকা রোজগার করতে পারবেন। কারণ খেলোয়াড়দের চুক্তির বাইরেও বেশ মোটা অংকের টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ক্রিকেটের টেস্ট ম্যাচের ফরম্যাটকে প্লেয়ারদের মধ্যে আরও জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে। যে ফরম্যাটকে ক্রিকেটারদের পরীক্ষা করার জায়গা বলে মনে করা হতো, সেই ফর্ম্যাটটিকে এড়িয়ে চলছে বেশ কিছু ক্রিকেটাররা। এই মনোভাব পাল্টানোর জন্যই এই উদ্যোগ নিয়েছে বিসিসিআই (BCCI)।

Advertisements

ক্রিকেটারদের জন্য টেস্ট ম্যাচের বেতন কিছুটা বাড়ানো হয়েছে। প্রতিটি ক্রিকেটারকে একটা আলাদা ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির ইনসেন্টিভের কোনো সম্পর্ক থাকবেনা। আলাদাভাবে এই অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে টেস্ট ক্রিকেটার ইনসেন্টিভ স্কিম।

Advertisements

আরও পড়ুন ? Rohit Sharma New Record: ব্যাটিং, বোলিং ছাড়াও নতুন রেকর্ড করলেন রোহিত শর্মা, বিশ্বে আর কারো নেই

বিসিসিআই (BCCI) এর তরফ থেকে জানানো হয়েছে যে, ইনসেন্টিভ পেতে গেলে খেলোয়াড়দের এক মরসুমে অন্তত চারটে টেস্ট ম্যাচ খেলতে হবে। কেউ যদি তার চেয়ে কম টেস্ট ম্যাচ খেলেন তাহলে সে কোনো ইন্সেন্টিভ পাবেন না। কেউ যদি এক মরসুমে অন্তত পাঁচ বা ছয়টি টেস্ট ম্যাচ খেলেন তবে তিনি প্রতি ম্যাচ থেকে পাবেন ৩০ লক্ষ টাকা ইন্সেন্টিভ পাবেন। কেউ যদি এক মরসুমে সাতটা বা তার বেশি টেস্ট ম্যাচ খেলেন তবে তিনি প্রতি ম্যাচ থেকে পাবেন ৪৫ লক্ষ টাকা ইন্সেন্টিভ। এটি শুধুমাত্র প্রথম একাদশে সুযোগ পাওয়া খেলোয়ারদের জন্য প্রযোজ্য। তবে প্রথম একাদশে সুযোগ না পাওয়া খেলোয়ারদের জন্যও রয়েছে ইন্সেন্টিভ।

BCCI Test Incentive Scheme

বিসিসিআই (BCCI) এর বর্তমান সচিব জয় শাহ ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচের পর নিজের এক্সের প্ল্যাটফর্মে এই তথ্যটি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন টেস্ট ম্যাচ খেললে ক্রিকেটারদের আলাদা একটা ইনসেন্টিভ দেওয়া হবে। অর্থাৎ ভারতের জার্সিতে যারা খেলবেন তারা চুক্তির বাইরেও আলাদাভাবে কিছু অর্থ পাবেন।

 

Advertisements