Rohit Sharma New Record: ব্যাটিং, বোলিং ছাড়াও নতুন রেকর্ড করলেন রোহিত শর্মা, বিশ্বে আর কারো নেই

নিজস্ব প্রতিবেদন : ২২ গজে নেমে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) প্রতিদিনই নতুন কোন না কোন রেকর্ড গড়তে দেখা যাচ্ছে। সে ব্যাট হাতে বড় স্কোর হোক অথবা একের পর এক ওভার বাউন্ডারি। আবার বল হাতেও তাকে ক্রিকেট ময়দানে দেখা গিয়েছে। তবে রোহিত শর্মা এবার যে রেকর্ড (Rohit Sharma New Record) গড়েছেন তা ব্যাটিং অথবা বোলিংয়ের সঙ্গে সম্পর্কিত নয়। এমনকি তার এই নতুন রেকর্ড বিশ্বের কোন খেলোয়াড়েরও নেই।

রোহিত শর্মার নতুন এই রেকর্ড তৈরি হয় ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালার টেস্টে। তিনি এবার তিন ধরনের খেলা অর্থাৎ টেস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টি সব ফরমেটেই ৬০টির বেশি ক্যাচ তালু বন্দী হওয়ার পরিপ্রেক্ষিতে। বিশ্বের যে কোন দেশের উইকেট কিপার বাদে এমন রেকর্ড আর কারো নেই। এখন দেখে নেওয়া যাক রোহিত শর্মা কোন ফরম্যাটে কতগুলি ক্যাচ তালু বন্দি করেছেন?

ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালার টেস্টে ইংল্যান্ডের ব্যাটসম্যান মার্ক উডের ক্যাচ ধরেন। রবিচন্দ্রন অশ্বিন যখন বল হাতে ঘূর্ণি দেখাতে শুরু করেছেন তখন রোহিত শর্মা স্লিপে দাঁড়িয়ে ছিলেন। তখনই মার্ক উডের ব্যাটের কোনায় লেগে বল হাওয়াই ভেসে যায় স্লিপের দিকে। অভিজ্ঞ খেলোয়াড় হিসাবে রোহিত শর্মা সেই ক্যাচ তালুবন্দি করতে এতটুকু ভুল করেননি। মার্ক উডের ক্যাচ তালুবন্দি করে তাকে প্র্যাভিলনে ফেরানোর সঙ্গে সঙ্গেই রোহিত শর্মার টেস্ট ক্রিকেটে ক্যাচ ধরার সংখ্যা হয়ে যায় ৬০। আর এর সঙ্গে সঙ্গেই বিশ্ব ক্রিকেটে তৈরি হলো নতুন রেকর্ড।

আরও পড়ুন 👉 Wealth of Rohit Sharma: রোহিত শর্মার মোট সম্পত্তির পরিমাণ জানেন, শুনলে হা বন্ধ হবে যাবে

টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার টেস্ট ক্রিকেটে ৬০টি ক্যাচ তালুবন্দি করার রেকর্ড থাকার পাশাপাশি এক দিবসীয় ক্রিকেটে তিনি মোট ৯৩ টি ক্যাচ তালুবন্দি করেছেন। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটেও ৬০টি ক্যাচ রয়েছে তার। এরই পরিপ্রেক্ষিতে উইকেটরক্ষক ছাড়া অন্য কোন খেলোয়াড় হিসাবে ক্রিকেট ম্যাচের ৩ ফরম্যাটে ৬০টির বেশি ক্যাচ নেওয়ার অনন্য নজির তৈরি করলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ধর্মশালার পঞ্চম টেস্ট ম্যাচের ফলাফলের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২১৮ রানে গুটিয়ে যায়। ভারত প্রথম ইনিংস শেষ করে ৪৭৭ রানে। অন্যদিকে এই বিরাট রান কারা করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ড একের পর এক উইকেট হারাতে শুরু করে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ১০৩। ইনিংসে হার আটকাতে এখনো ইংল্যান্ডকে ১৫৬ রান সংগ্রহ করতে হবে।