Wealth of Rohit Sharma: রোহিত শর্মার মোট সম্পত্তির পরিমাণ জানেন, শুনলে হা বন্ধ হবে যাবে

If you know the net worth of Rohit Sharma, your eyes will roll: ভারতীয় ক্রিকেটাররা বর্তমানে শুধুমাত্র যে ক্রিকেট খেলার সাথে যুক্ত তা নয়, খেলার বাইরে তাদের আয়ের উৎস প্রচুর। যার মাধ্যমে তারা কোটি কোটি টাকা উপার্জন করছেন। সেগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য হলো বিভিন্ন ব্যবসা, নামী-দামী ব্র্যান্ডের বিজ্ঞাপন ইত্যাদি। অন্যান্য ক্রিকেটারদের মত রোহিত শর্মাও (Wealth of Rohit Sharma) এর ব্যতিক্রম নন। তার মোট সম্পত্তির পরিমাণ জানলে আশ্চর্য হবেন আপনিও।

আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে ভারতের তিন ফর্ম্যাটের অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে। কিভাবে তৈরি করলেন তিনি এই বিপুল সাম্রাজ্যে? তার সম্পত্তির হিসাব শুনলে চক্ষু চড়কগাছ হবার জো। রোহিতের (Wealth of Rohit Sharma) মোট সম্পত্তির পরিমাণ ২১৪ কোটি টাকা। শুধু ক্রিকেট থেকে নয় এর পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপন ও বিনিয়োগ এর সাথেও যুক্ত।

আজকাল ক্রিকেটাররা নিজেদের আয়ের পথকে প্রশস্ত করার জন্য একাধিক সংস্থায় বিনিয়োগ রয়েছে করে থাকেন। ভারতীয় জনপ্রিয় ক্রিকেটার রোহিত শর্মা (Wealth of Rohit Sharma) অনেক উল্লেখযোগ্য সংস্থায় বিনিয়োগ করেছেন। যারমধ্যে অন্যতম হলো র্যাপিডোবোটিক, যা আসলে একটি রোবট তৈরির সংস্থা এবং ভিরুট ওয়েলনেস সলিউশনস নামে একটি হেলথকেয়ার সংস্থা।

পাশাপাশি ভারতের জনগণ তাকে (Wealth of Rohit Sharma) দেখতে পায় বিভিন্ন সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজ করতে। তার মধ্যে জনপ্রিয় হলো ম্যাক্স, জিও সিনেমা, ম্যাসিমো, অ্যাডিডাস ও রসনা। এই সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজ করে তিনি পান ৫ কোটি টাকা। এগুলো বাদে তাকে দেখা যায় সিয়াট, নিসান, হুবলোট, শার্প, IIFL ফিনান্স ও সান লাইফের বিভিন্ন বিজ্ঞাপনে। রোহিত শর্মার গ্যারাজে আছে বিশ্বের নামিদামি গাড়ি যেমন ল্যাম্বর্ঘিনি ইউরাস, মার্সিডিজ বেঞ্জ GLS 350D, হায়াবুজা বাইক। যার সব দাম ৬-৭ কোটি টাকার কাছাকাছি।

মুম্বইয়ের ওরলিতে ৩০ কোটি টাকার ৪ BHK-র বাড়ি রয়েছে। আগে তার বাড়ি ছিল লোনাভলায়। যার আনুমানিক মূল্য ৫.২৫ কোটি টাকা। এছাড়া, ব্যবসার পাশাপাশি তিনি ডিজিটাল আর্টে বিনিয়োগ করেছেন। ক্রিকেট সংক্রান্ত ডিজিটাল আর্টে তিনি বিনিয়োগ করেছেন বিপুল পরিমাণে অর্থ। তাই শুধু ক্রিকেটের মাধ্যমেই নয় রোহিত শর্মা আয় করছেন বিভিন্ন দিক থেকে। সেই কারণে তার মোট সম্পত্তির পরিমাণও আকাশছোঁয়া।