Campa Cola Cold Drinks: আগেই শেষ হয়েছে পেপসির বাজার, এবার চাপে কোকাকোলা! ক্যাম্পা কোলা নিয়ে নয়া পদক্ষেপ আম্বানির

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের সবচেয়ে বড় ধনকুবের মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। যেখানেই ভালো মুনাফা সেই ব্যবসাতেই মুকেশ আম্বানিকে পা রাখতে দেখা যাচ্ছে। শুধু পা রাখা নয় পাশাপাশি সেই সকল ব্যবসায় রীতিমতো প্রতিযোগিতায় থাকা অন্যান্য সংস্থাগুলির ঘুম উড়িয়ে দিচ্ছে আম্বানির সংস্থা।

দেশজুড়ে এখন তীব্র গরম চলছে আর এই তীব্র গরমে দেশের মানুষেরা চুমুক দিচ্ছেন বিভিন্ন ধরনের কোল্ড ড্রিংকসে। একসময় রমরমে পেপসি, কোকাকোলা ইত্যাদি চললেও তাদের বাজার এবার দখল করে নিচ্ছে মুকেশ আম্বানির নতুন সংস্থা। কোল্ড ড্রিংকসের বাজারে ভারতে পেপসির রমরমা বহুদিন আগেই শেষ হয়েছে, আর এবার রীতিমত চাপে কোকাকোলাও। কেননা এই বাজারে এবার নতুন দিগন্ত নিয়ে হাজির মুকেশ আম্বানির ক্যাম্পা কোলা (Campa Cola Cold Drinks)।

মুকেশ আম্বানি এবার তার ক্যাম্পা কোলা কোল্ড ড্রিংস আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন প্রচারাভিযান চালু করলেন। আগে কখনো এইভাবে তাদের প্রচার চালাতে দেখা যায়নি। নতুন প্রচারাভিযানে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, এফএমসিজি শাখা এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডের তরফ থেকে প্রকৃত ভারতের ছবিকে তুলে ধরার পাশাপাশি তুলে ধরা হয়েছে ভারতের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা।

আরও পড়ুন 👉 Vande Metro Inside Video: লোকাল ট্রেনের মতোই আসন, রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা! সামনে এলো বন্দে মেট্রোর ভিতরের ভিডিও

সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, কঠোর পরিশ্রমী ভারতীয়দের হাতে সস্তায় আন্তর্জাতিক মানের পণ্য তুলে দেওয়ায় তাদের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে ভারতীয়দের উচ্চ আকাঙ্ক্ষার পূরণ হবে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, তারা যে কোল্ড ড্রিংকস দেশের মানুষদের হাতে তুলে দিচ্ছেন তা দামে কম হলেও আন্তর্জাতিক মানের পণ্যের তুলনায় ১ ইঞ্চিও কম নয়।

আর এরই পরিপ্রেক্ষিতে বাজারে অন্যান্য যে সকল সংস্থার কোল্ডড্রিংকস রয়েছে সেই সকল সংস্থার কোলড্রিংকসকে পিছনে ফেলতে মুকেশ আম্বানির সংস্থা বিজ্ঞাপন দেওয়া শুরু করল। তাদের তরফ থেকে তৈরি করা বিজ্ঞাপন টিভি থেকে শুরু করে ডিজিটাল, আউটডোর এবং প্রিন্ট মিডিয়ায় চালানো হবে। মানুষের ঘরে ঘরে তাদের নতুন কোল্ডড্রিংকসের প্রচার পৌঁছে দেওয়ার জন্য বিশাল জোর দেওয়া হচ্ছে। আর এই জোর দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই চাপে পড়বে অন্যান্য সংস্থাগুলি তা নিয়ে সন্দেহ নেই।