Fake Lottery Ticket: লটারিতে কোটি টাকা জেতার স্বপ্ন! যা চলছে তাতে স্বপ্ন দেখার আগে ১০ বার ভাবতে হবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Be careful before buying Fake Lottery Ticket If you dream of winning crores of rupees: বড়লোক হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন এবং তারজন্য বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করেন। এমন বহু মানুষ আছেন যারা সহজ উপায়ে বড়লোক হতে চান। তাই তাদের কাছে লটারি টিকিট কেটে টাকা যেতে বড়লোক হওয়ার মতো সহজ উপায় আর হয় না। কেউ কেউ মাঝেমধ্যে কাটেন আবার কেউ কেউ বড়লোক হওয়ার আশায় প্রতিনিয়ত লটারি টিকিট কাটেন। কেউ ভাগ্যবশত প্রচুর অর্থ উপার্জন করেন আবার অনেকেই টাকা হারান। এই লটারি টিকিটও আজকাল জাল (Fake Lottery Ticket) হচ্ছে এমনই একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

Advertisements

রাস্তায় বেরোলে লটারি টিকিটের দোকান হামেশাই চোখে পড়ে কিন্তু কখনও ভেবে দেখেছেন এই লটারির দোকানের মধ্যেই বিক্রি হতে পারে জাল লটারির টিকিট (Fake Lottery Ticket)। রীতিমতো দাপিয়ে চলছে এই ব্যবসা এমনকি এই ব্যাপারে প্রশাসনও অবগত নয়। এই ধরনের বেআইনি ঘটনা কোথায় ঘটলো শেষ পর্যন্ত?

Advertisements

ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি শহরে। ‘ডিয়ার লটারি’র নাম সারা বাংলা জুড়ে খুবই জনপ্রিয়। গোটা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ডিয়ার লটারি বিক্রি হচ্ছে প্রতিনিয়ত। প্রত্যেকটি লটারি দোকানে এই সংস্থার লটারি বিক্রি করে থাকে। তবে এবার অভিযোগ উঠেছে যে আসানসোলের কুলটি শহরে ডিয়ার লটারির নাম করে অবাধে চলছে জাল লটারির কারবার (Fake Lottery Ticket)। আসানসোলের কুলটি থানার লছিপুর গেট এলাকায় লুকিয়ে জাল লটারির টিকিট বিক্রি করার অভিযোগ উঠেছে কয়েকজন দোকানদারের বিরুদ্ধে। সেই লটারির চলতি নাম ঝাড়খণ্ড লটারি। আসলে রাজ্যের রাজস্ব ফাঁকি দিয়ে সীমানা এলাকায় এই ধরনের ঘটনা প্রায় ঘটে। লছিপুর বাদ দিয়ে বেশ কয়েকটি অঞ্চলে এই একই ঘটনা ঘটে চলেছে দীর্ঘদিন ধরে।

Advertisements

আরও পড়ুন ? Tax on Lottery: লটারিতে ১ কোটি জিতলে কত টাকা পাওয়া যায়! কত কেটে নেয় সরকার

অসাধু ব্যবসায়ীরা ডিয়ার লটারির নাম করে এই ধরনের জাল লটারি (Fake Lottery Ticket) খুব সহজেই ক্রেতাদের কাছে বিক্রি করছে। একই টেবিলে বিক্রি হচ্ছে ডিয়ার লটারি এবং ঝাড়খন্ড লটারি। প্রশ্ন করলেই তারা এড়িয়ে চলছেন। যারা লটারি টিকিট বিক্রি করছেন তাদের বক্তব্য তারা ছোটখাটো ব্যবসায়ী, এর আসল মাথা যারা তাদেরকে ধরতে হবে।

পুলিশ রাজ্যের বিভিন্ন জেলায় এ বিষয়ে তদন্ত করেছে এবং ধরা পড়েছে বহু অসাধু ব্যবসায়ী। যারা এ বেআইনি লটারি বিক্রি করছিল তাদের কাছ থেকে বহু নথিপত্র পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। আসানসোলের কুলটির ঘটনা এই কারণেই প্রকাশ্যে এসেছে সকলের।

Advertisements