National pension scheme: ন্যাশনাল পেনশন স্কিমের নিয়মে বদল, এবার অনেক বেশি সুবিধা পাবেন গ্রাহকরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

A lot of changes in the National Pension Scheme: ভারতীয় নাগরিকদের জন্য অবসর গ্রহণের পর বিভিন্ন প্রকার প্রকল্প থাকে যেখান থেকে তারা পেনশন পেতে পারে। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে আর্থিক সুরক্ষার জন্য অনেক প্রকার প্রকল্প চালু করা হয়েছে। ২০০৯ সালে চালু করা ন্যাশনাল পেনশন স্কিম (National pension scheme) সেই প্রকল্পগুলোর মধ্যেই অন্যতম। বর্তমানে ন্যাশনাল পেনশন স্কিমে আনা হয়েছে বিভিন্ন রকম পরিবর্তন। আগে শুধুমাত্র সরকারি চাকুরিজীবীরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারত কিন্তু এখন সমস্তরকম পেশার সাথে যুক্ত নাগরিকরা এই পেনশন স্কিমের সুবিধা নিতে পারবে। টাকা জমা দেওয়ার বয়স ও বিনিয়োগ করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে।

Advertisements

একজন ব্যক্তি তার অর্থ কোথায় বিনিয়োগ করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বর্তমানে ন্যাশনাল পেনশন স্কিমে (National pension scheme) সুবিধা বৃদ্ধি পাওয়ার জন্য অনেকেই এখানে নিজেদের অর্থ বিনিয়োগ করছে। ন্যাশনাল পেনশন স্কিমে আগে যে প্রকল্প ছিল তা কিছুটা পরিবর্তিত হয়েছে। বর্তমানের প্রকল্প খানিকটা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীদের মতো। তাদের পরিকল্পনার সঙ্গে কোন কোন জায়গায় মিল আছে আবার অমিলও রয়েছে।

Advertisements

ন্যাশনাল পেনশন স্কিমে (National pension scheme) আপনি কর ছাড়ের বিশেষ সুবিধা পাবেন। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ৬০ বছর বয়সের পরে উত্তোলনের পরিমাণ বিনিয়োগ করা যায় না অথবা এই টাকা পুরোপুরিভাবে প্রত্যাহার করা যায় না। তবে বর্তমানে এখানে দু-ধরনের অ্যাকাউন্ট রয়েছে। সেই দুই ধরনের অ্যাকাউন্ট হলো, টিয়ার ১ এবং টিয়ার ২। টিয়ার ১ এ যদি আপনি টাকা বিনিয়োগ করেন তাহলে কর ছাড়ের বিশেষ সুবিধা পাবেন এমনকি অবসরকালেও বিশেষ সুবিধা পাবেন। যদিও অন্য অ্যাকাউন্টটিতে আপনি টাকা তোলার সময় কিছু বাড়তি সুবিধা পাবেন। কিন্তু কর ছাড়ের কোন সুবিধা আপনি এক্ষেত্রে পাবেন না।

Advertisements

আপনি নিশ্চয়ই জানতে চাইবেন কি পরিবর্তন আনা হয়েছে এই স্কিমে? ন্যাশনাল পেনশন স্কিমে (National pension scheme) আপনি ৭০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আগে এই বয়সসীমা ছিল ৬৫ বছর পর্যন্ত। এই প্রকল্পে বর্তমানে আপনি চাইলে বছরে দেড় লাখ জমা করতে পারেন। ১৮ বছরের নিচে এখানে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। বছরে ন্যূনতম ১০০ টাকা জমা দিতে হবে। মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বছরে অন্তত একবার টাকা দিতে হবে।

যদি আপনি বছরে ৬০০০ টাকা জমা দেন, তাহলে অবশ্যই আপনাকে কেওয়াইসির নিয়ম মেনে চলতে হবে। নতুন পেনশন স্কিমে দুটি বিনিয়োগের সুবিধা পাওয়া যায়। একটি হলো অ্যাক্টিভ চয়েস এবং আরেকটি হলো অটো চয়েস। যেসব গ্রাহকদের এই বিনিয়োগ সম্পর্কে কোনো ধারণা নেই তাঁদের জন্য উপযুক্ত অটো চয়েস। বিনিয়োগের টাকা তুলে নেওয়ার ক্ষেত্রেও আনা হয়েছে বিশাল পরিবর্তন। তবে এই নতুন পেনশন স্কিমে বিনিয়োগকারীরা পাবেন আরো বেশি সুবিধা।

Advertisements