ভোটের মুখে বিজেপির সংগঠনিক রদবদল, বদল ৫ জেলার জেলা সভাপতি

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আগামী ২১-এর বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো অব্দি সামনে না আনা হলেও বঙ্গ রাজনীতির প্রতিটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে ভোটের ময়দানে। সভা থেকে সাংগঠনিক সবদিক দিয়েই তারা দল গোছাতে শুরু করেছে। আর এমত অবস্থাতেই বিজেপির তরফ থেকে ভোটের মুখে পাঁচ জেলার জেলা সভাপতিদের রদবদল করা হলো।

রবিবার রাজ্য বিজেপির তরফ থেকে এই রদবদলের ঘোষণা করা হয়। যে পাঁচ জেলার বিজেপি জেলা সভাপতি বদল করা হয়েছে তার মধ্যে অন্যতম বীরভূম। এছাড়াও রয়েছে ব্যারাকপুর, হাওড়া গ্রামীণ, বিষ্ণুপুর এবং উত্তর ২৪ পরগনা (পূর্ব)।

বীরভূমের জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের জায়গায় বসানো হলো ধ্রুব সাহাকে। পাশাপাশি ব্যারাকপুরের জেলা সভাপতি পদে বসছেন রবিন ভট্টাচার্য। হাওড়া গ্রামীণ এলাকায় জেলা সভাপতি করা হলো প্রত্যুষ মন্ডলকে। সুজিত অগস্তি হলেন বিষ্ণুপুরের জেলা সভাপতি এবং সুনীল দাস হলেন উত্তর ২৪ পরগনা (পূর্ব) জেলা সভাপতি।

ওয়াকিবহাল মহলের মতে বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় নেতৃত্বে বদল এনে দলকে আরও চনমনে করতে চাইছে বিজেপি। কিন্তু তাতে আখেরে দলের কতটা লাভ হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি এই সকল রদবদল নিয়ম অনুসারেই হয়েছে।