ভোটের আগে এবার বামেদের ‘লুঙ্গি ডান্স’, বিপক্ষকে বিঁধতে বাঁধলেন নতুন গান

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোট ঘোষণা হওয়ার আগেই কলকাতার ব্রিগেডে সমাবেশ ডেকেছিল সংযুক্ত মোর্চা। বাম, কংগ্রেস এবং আইএসএফের এই ব্রিগেড সমাবেশ ভোট ঘোষণা হওয়ার আগেই রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলে দেয়। যে কারণে বঙ্গ রাজনীতিতে এই ব্রিগেড সমাবেশ বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

Advertisements

Advertisements

তবে এর থেকেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ব্রিগেড সমাবেশে কর্মী-সমর্থকদের আহ্বান জানানোর জন্য বামেদের ‘টুম্পা সোনা’ গানের আদলে ‘টুম্পা ব্রিগেড চল’ গানটি। যা রীতিমতো সুপার-ডুপার হিট হয়ে পড়েছিল সেই সময়। আর এবার প্রথম দফা ভোটের আগে বামেদের তরফ থেকে ফের একটি গান সামনে আনা হলো যা আরও এক জনপ্রিয় গান ‘লুঙ্গি ডান্স’-এর আদলে।

Advertisements

ব্রিগেডে আসার জন্য যেমন ‘টুম্পা সোনা’-র আদলে তৈরি হওয়া গানে বিপক্ষ, বিশেষ করে শাসকদল তৃণমূল এবং গেরুয়া শিবিরকে বিঁধতে সারদা কেলেঙ্কারি থেকে অন্যান্য একাধিক কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল, তুলে ধরা হয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি। ঠিক তেমনি ‘লুঙ্গি ডান্স’-এর আদলে তৈরি হওয়া নতুন এই গানেও সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে কয়লা কান্ড প্রতিটি ইস্যু তুলে ধরা হয়েছে এবং শাসক দল তৃণমূলকে তুলোধোনা করা হয়েছে।

তবে শুধু রাজ্যের শাসক দল তৃণমূল নয়, পাশাপাশি কেন্দ্রের শাসক দল বিজেপির তুলোধোনা করা হয়েছে এই গানে। বিজেপিকে বিঁধতে এই গানে যেখানে তুলে ধরা হয়েছে রেল থেকে বিভিন্ন সংস্থা বিক্রি করে দেওয়ার প্রসঙ্গ। প্রসঙ্গ তুলে ধরা হয়েছে অতিমারির সময় থালা বাজানো ইত্যাদিকেও। আর এর সাথে সাথেই গানে দাবি করা হচ্ছে, ‘হাল ফেরাও লাল ফেরাও’।

[aaroporuntag]
সম্প্রতি বামেদের তরফ থেকে প্রথম দফা ভোটের আগে তৈরি করা এই প্যারোডি গান এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। বাম কর্মী সমর্থকরা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এই গান আপলোড করার পাশাপাশি তা বেশ জনপ্রিয়ও হয়ে উঠছে। আর এই গানটি জনৈক রাহুল পালের তৈরি বলে জানা যাচ্ছে।

Advertisements