Train New Stoppage: জনশতাব্দী থেকে অমৃত ভারত, এবার স্টপেজ দেবে বাংলার এই স্টেশনে, খুশির হাওয়া এলাকায়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : নিজেদের এলাকায় থাকা রেলস্টেশনে ট্রেন স্টপেজ দেবে এমনটা প্রত্যেক এলাকার বাসিন্দাদের মধ্যেই থাকে আশা প্রত্যাশা। তবে ট্রেনের সময় বাঁচানো থেকে শুরু করে লোকশান ঠেকানো ইত্যাদির কারণে তা সম্ভব হয় না। যদিও এবার বাংলার একটি স্টেশন জনশতাব্দী এক্সপ্রেস থেকে শুরু করে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ (Train New Stoppage) পাবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে। রেলের এই খবর এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছাতেই রীতিমতো খুশিতে ডগমগ তারা।

ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। অন্যান্য গণপরিবহনে যাতায়াতের থেকে রেল পরিষেবার ওপর ভর করে যাতায়াত অনেক বেশি স্বাচ্ছন্দের এবং কম খরচের হওয়ার কারণে রেল পরিষেবার উপরেই অধিকাংশ মানুষকে নির্ভর করতে দেখা যায়। এইসব কারণেই দেশের প্রতিটি মানুষ তাদের এলাকায় থাকা রেলস্টেশনে স্টপেজ চান বিভিন্ন ট্রেনের।

সম্প্রতি রেল ট্র্যাকে দৌড়াতে শুরু করেছে অমৃত ভারত এক্সপ্রেস। নতুন এই ট্রেনটি উদ্বোধনের সঙ্গে সঙ্গেই তা এসে গেছে বাংলার ঝুলিতে। বাংলার মালদা টাউন থেকে দক্ষিণ ভারতের এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত এই ট্রেনটি যাতায়াত করবে। এই ট্রেনটি বাংলার বিভিন্ন স্টেশনের স্টপেজ পাওয়ার পাশাপাশি স্টপেজ পেয়েছে মেদিনীপুরের বেলদা রেল স্টেশন। তবে শুধু অমৃত ভারত নয়, এবার জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনেরও পরীক্ষামূলকভাবে স্টপেজ বেলদা।

আরও পড়ুন 👉 Amrit Bharat Express WB Stoppages: বাংলার কোন কোন স্টেশনে দাঁড়াবে মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, দেখে নিন তালিকা

দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশন সূত্রে জানা গিয়েছে, হাওড়া ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস এবার পরীক্ষামূলকভাবে স্টপেজ দেবে বেলদা রেলস্টেশনে। ৬ জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে এই স্টপেজ দেওয়া শুরু হবে। ভুবনেশ্বর থেকে হাওড়া যাওয়ার পথে ট্রেনটি সকাল ১০:০৫ মিনিটে বেলদা রেল স্টেশনে পৌঁছাবে এবং সেখানে এক মিনিট দাঁড়ানোর পর ফের গন্তব্যের দিকে রওনা দেবে।

অন্যদিকে হাওড়া থেকে ভুবনেশ্বর যাওয়ার সময় জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৩:৪০ মিনিটে বেলদা স্টেশন পৌঁছাবে এবং সেখানে এক মিনিট স্টপেজ দেওয়ার পর হাওড়ার উদ্দেশ্যে যাবে। এই ট্রেনটি এখানে স্টপেজ পাওয়ার পর এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির হওয়া ছড়িয়ে পড়ার পাশাপাশি বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, দীর্ঘদিনের দাবী দাওয়ার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের প্রচেষ্টাতেই এমনটা সম্ভব হয়েছে।