নিজস্ব প্রতিবেদন : বঙ্গ রাজনীতির অন্যতম পথপ্রদর্শক ছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukhopadhyay)। তিনি ছিলেন সর্বকনিষ্ঠ মন্ত্রী থেকে কলকাতার অন্যতম সেরা মেয়র। আবার অভিনয় জগতে তিনি পা রেখে সকলকে চমকে দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে কালীপুজোর দিন তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বঙ্গ রাজনীতি।
১৯৪৬ সালে জন্মগ্রহণ করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি ছিলেন বজবজের সারেঙ্গাবাদের বাসিন্দা। বঙ্গবাসী কলেজে পড়াশোনার সময় তার পরিচয় হয় প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে। বাড়ির কেউ রাজনীতির আঙ্গিনায় পা না রাখলেও কলেজ জীবনে রাজনিতির আঙিনায় পা রেখেছিলেন সুব্রত মুখোপাধ্যায়।
রাজনীতিতে পা রেখে ১৯৭১ সালে তিনি প্রথম কংগ্রেসের টিকিটে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হন। পরের বছর আবার ওই বিধানসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বার বিধায়ক হন তিনি। এরপরেই তিনি সিদ্ধার্থ শংকর রায়ের মন্ত্রিসভার মন্ত্রী হন। তখন তার বয়স ছিল মাত্র ২৫ বছর। তিনি পেয়েছিলেন তথ্য-সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তিনিই ছিলেন পশ্চিমবঙ্গের সর্বকনিষ্ঠ মন্ত্রী।
পরের নির্বাচন ১৯৭৭ সালে তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হন। এরপর ১৯৮২ সালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন জোড়াবাগান বিধানসভা কেন্দ্র থেকে। এরপর ওই বছর থেকেই ১৯৯৬ সাল পর্যন্ত জোড়াবাগান বিধানসভা কেন্দ্রের বিধায়ক থাকেন। ১৯৯৬ সালে তিনি বিধায়ক নির্বাচিত হন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে।
এরপর তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডিতে দ্বিতীয়বার মনোনয়ন জমা দিতে চেয়েছিলেন। কিন্তু তাতেই রাজি হয়নি আইএনটিইউসি। এই ঘটনায় তিনি ক্ষুব্ধ হন। এরইমধ্যে ২০০০ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। বাম আমলে কলকাতা পৌরনিগম তৃণমূলের দখলে এলে তিনি মেয়র হন। মেয়র হয়ে প্রশাসনিক দক্ষতার নিরিখে কলকাতার ইতিহাসে অন্যতম সেরা মেয়র হিসেবে বিবেচিত হন।
পরে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হলে নিজস্ব মঞ্চ তৈরি করে ‘ঘড়ি’ চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে তিনি জয়লাভ করলেও কংগ্রেসের সঙ্গে জোট করে যে মঞ্চ তৈরি করেছিলেন তার পরাজয় হওয়ার কারণে মেয়র হতে পারেননি।
এরপর আবার তিনি তৃণমূলের কাছাকাছি আসেন ২০০৮ সালে যখন সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চ তৈরি করেন। সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং ২০১০ সালে ফের তৃণমূলে যোগদান করেন। ২০১১ সালে তৃণমূল সরকার এলে তাকে মন্ত্রী করা হয়।
রাজনৈতিক জীবন ছাড়াও সুব্রত মুখোপাধ্যায় অভিনয় জগতে পা দিয়েছিলেন। সুব্রত মুখোপাধ্যায়ের এই দিকটা অনেকেরই অজানা। তিনি ছোট পর্দায় অভিনয় করেছিলেন ‘চৌধুরী ফার্মাসিউটিক্যালস’ নামের একটি ধারাবাহিকে। সেই ধারাবাহিক সম্প্রচারিত হত দূরদর্শনে। এই ধারাবাহিকে সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন মুনমুন সেন।