দিল্লির পাশাপাশি বীরভূমেও ট্রাক্টর র‍্যালি, মোদি মমতার বিরুদ্ধে ক্ষোভ বামেদের

অমরনাথ দত্ত ও হিমাদ্রি মণ্ডল : কেন্দ্রের মোদি সরকারের আনা কৃষি আইনের বিরুদ্ধে সাধারণতন্ত্র দিবসের দিল্লির পাশাপাশি বীরভূমের তিনটি ব্লকে বামেদের তরফ থেকে ট্রাক্টর র‍্যালির আয়োজন করা হয়। যে র‍্যালি থেকে বাম কর্মী সমর্থকরা কৃষি আইনের বিরুদ্ধে গর্জে ওঠার পাশাপাশি গর্জে ওঠেন রাজ্য সরকারের বিরুদ্ধেও।

বামেদের তরফ থেকে বোলপুরের শিবপুরে যে ট্রাক্টর র‍্যালির আয়োজন করা হয়, সেই র‍্যালি থেকে তারা কৃষি আইনের প্রত্যাহারের দাবির পাশাপাশি শিবপুরের বিতর্কিত জমি কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন। যে জমি বর্তমানে রাজ্য সরকারের অধীনে রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, “রাজ্য সরকার শিল্প গড়ার প্রতিশ্রুতি দিয়ে এই জমি কৃষকদের থেকে নিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি রাজ্য সরকার।”

অন্যদিকে একইভাবে সিউড়িতে আয়োজিত ট্রাক্টর র‍্যালি থেকে বাম কর্মী সমর্থকরা অভিযোগ করেন, “কেন্দ্র সরকার কৃষি সম্পর্কিত যে তিনটি আইন পাস করেছে সেই আইন কর্পোরেট সংস্থাগুলির স্বার্থ রক্ষা করার স্বার্থে। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই আইন বাতিল করা না হলে আগামী দিনে কৃষকরা ছাড়াও দেশের প্রতিটি মানুষ সংকটের মধ্যে পড়বেন।”

প্রসঙ্গত, কৃষক আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরেই দিল্লি সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ কৃষক। কেন্দ্রের সাথে একাধিকবার আলোচনার পরেও কোনো সমাধান সূত্র বেরোয় নি। যার পরেই তারা সিদ্ধান্ত নেন সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লিতে তারা ট্রাক্টর র‍্যালি করবেন। আর এদিনের এই ট্রাক্টর র‍্যালির দিনেই বিক্ষোভরত কৃষকরা দখল নেন লাল কেল্লার। লালকেল্লায় উড়ানো হয় বিক্ষোভরত কৃষকদের সংগঠনের পতাকা।