গাড়িতে সামান্য খোঁচা, তাতেই তেতে আগুন মহিলা, পাল্টা ফুঁসছে সোশ্যাল নাগরিকরা

নিজস্ব প্রতিবেদন : গাড়ি যতই দামি হোক না কেন রাস্তায় বের হলেই তা নিখুঁতভাবে ফিরবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। নামিদামি এই সকল গাড়ির ক্ষেত্রে রাস্তায় বেরিয়ে কারোর না কারোর সঙ্গে কখনো না কখনো আঁচড় লাগতে দেখা যায়। তবে সেই আচর লাগলে এইভাবে আচরণ কেউ করতে পারে তা এক প্রকার কল্পনাতীত।

মধ্যপ্রদেশের ভোপালের এক মহিলা সকাল দশটা নাগাদ তার নিজের গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিলেন। সেই সময় তার গাড়িতে সামান্য আচর লাগে একজন ফল বিক্রেতার ঠেলার। তারপরেই ওই মহিলা তেতে আগুন হয়ে ওঠেন এবং যে কাণ্ড ঘটান তাতে রীতিমত পাল্টা ফুঁসছে সোশ্যাল নাগরিকরা।

ওই মহিলার গাড়ির সঙ্গে গরিব ওই ফল বিক্রেতার ঠেলার ধাক্কা লাগার পর সটান ওই মহিলা গাড়ি থেকে নেমে আসেন। তারপর ওই ফল বিক্রেতার ঠেলা থেকে একটার পর একটা ফল রাগে রাস্তায় ছুঁড়তে শুরু করেন। এই ঘটনাটি দেখে কোন এক ব্যক্তি তা ক্যামেরায় বন্দী করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।

আপলোড হওয়া সেই ভিডিও পরে ভাইরাল হয় এবং সেই ভিডিও দেখে রীতিমতো সোশ্যাল নাগরিকরা ফুঁসছেন ওই মহিলার বিরুদ্ধে। এমনকি পার্শ্ববর্তী যারা উপস্থিত ছিলেন তারা তাকে বোঝানোর চেষ্টা করেন, ওই ফল বিক্রেতা একজন গরীব ব্যবসায়ী। তার ফল এইভাবে নষ্ট করলে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এমনকি অনেকেই গাড়ির মেরামতির জন্য খরচ দিয়ে দিতে রাজি হলেও ওই মহিলা তাতে কোনো রকম কর্ণপাত করেননি।

এই ঘটনা দীর্ঘক্ষণ চলার পর কোনোক্রমে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে থামান। অন্যদিকে ওই মহিলা নিজের পরিচয় দেননি। তবে তার গাড়ির স্টিকার দেখে জানা গিয়েছে তিনি ভোপালের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ আপাতত দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দোষী প্রমাণিত হলে অভিযুক্তের শাস্তি হবে।