ভুবন থেকে প্রিয়া, রাতারাতি ভাইরাল হয়ে কামিয়েছেন প্রচুর টাকা, এখন তারা কোথায়!

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে রাতারাতি তারকা হয়ে উঠেছেন এমন ইন্টারনেট তারকাদের অভাব নেই ভারতবর্ষে। ভারতবর্ষ ছেড়ে দিলে পশ্চিমবঙ্গেই এইরকম বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাবে। যাদের মধ্যে রয়েছেন রানু মন্ডল, ভুবন বাদ্যকর, মিলন কুমার সহ অন্যান্যরা। এছাড়াও দেশজুড়ে যারা রয়েছেন তারা হলেন সহদেব দিরদো, প্রিয়া প্রকাশ ভেরিয়ার, অঞ্জলি অরোরা, সঞ্জীব শ্রীবাস্তব। দেশের বাইরে ভাইরালদের মধ্যে অন্যতম হলেন পাকিস্তানের আয়েষা। তবে প্রশ্ন হল এখন এনারা কোথায়?

১) প্রথমেই যদি ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) কথা বলি তাহলে বলতে হয় তিনি এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। কারণ তার কাঁচা বাদাম (Kacha Badam) গানের কপিরাইট এখন অন্যজনের হাতে এবং সেই কারণে তিনি আর এই গান গাইতে পারছেন না। পাশাপাশি নিজের লাখ টাকার বাড়ি ছেড়ে ভাড়া রয়েছেন অন্য বাড়িতে। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটছে তার।

২) ২০১৯ সালে ভাইরাল হতে দেখা গিয়েছিল রানু মন্ডলকে (Ranu Mondal) এবং তারপর প্রচুর অনুষ্ঠানে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু কপাল দোষে এখন তাকে অত্যন্ত অসহায় ভাবে দিন কাটাতে হচ্ছে। এমনকি তার এই পরিস্থিতি নিয়ে মিমের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।

৩) বচপন কা প্যায়ার গানটি গেয়ে রাতারাতি দেশ এবং দেশের বাইরে ভাইরাল হয়েছিলেন মাত্র ১০ বছর বয়সী সহদেব দিরদো (Sahadev Dirdo)। তবে এখন তিনি আর নিজের সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি এবং কোথায় যেন হারিয়ে গিয়েছেন।

৪) ২০১৯ সালে যারা ভাইরাল হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন প্রিয়া প্রকাশ ভেরিয়ার (Priya Prakash Varrier)। দক্ষিণী ছবির গানের দৃশ্যে ভুরু নাচিয়ে, চোখ মেরে বহু তরুণের মনে ঝড় তুলে দিয়েছিলেন তিনি। এরপর অনেক ছবিতে সুযোগ পেলেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি প্রিয়া।

৫) কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর যেমন সেলিব্রিটি হয়ে উঠেছিলেন ভুবন বাদ্যকর ঠিক সেই রকমই এই গানের নিচে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি অরোরা (Anjali Arora)। পরে রাতারাতি তিনি সেলিব্রেটি হয়ে ওঠেন। তবে তিনি তার জনপ্রিয়তা এখনো ধরে রেখেছেন এবং কঙ্গনা রানাওয়াতের শো ‘লকআপ’-এ দেখা গিয়েছিল তাঁকে। তিনি শোতে জয়ী হতে পারেননি, তবে অবশ্যই মানুষের হৃদয় জয় করেছেন।

৬) ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’ গানে নাচ করে ভাইরাল এবং সেই ভাইরাল থেকে সেলিব্রেটি হয়ে উঠেছিলেন পাকিস্তানি গার্ল আয়েষা (Pakistani Girl Ayesha)। বন্ধুর বিয়েতে তিনি এই গানের নেচে ভাইরাল হয়েছিলেন। তবে এরপরে তিনি অনেক রিল ভিডিও তৈরি করলেও সেগুলিতে সেই ভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি।

৭) সঞ্জীব শ্রীবাস্তব বা ডাব্বু আঙ্কেলকে (Sanjeev Srivastava, Dabbu Uncle) মনে পড়ে? ‘আপকে আ জানে সে….’ গানে নাচ করে তিনি সেলিব্রিটি হয়ে উঠেছিলেন। এরপর অনেক রিয়্যালিটি শোতে অতিথি হিসেবে ডাক পেয়েছিলেন তিনি। তবে তিনি এখন লাইমলাইট থেকে অনেক দূরে।

৮) পূর্ব বর্ধমানের মিলন কুমার, যিনিও কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ট্রেনের কামরাই গান করে বেড়ানো মিলন কুমার রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠলেও এখন তাকে সেই ভাবে আর দেখা যায় না।