Bhutan Tour More Facilities: সহজেই ঘুরে দেখা যাবে একগুচ্ছ জায়গা, পর্যটকদের জন্য নতুন প্রকল্প ভুটান সরকারের

নিজস্ব প্রতিবেদন : পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিশ্বের কোন না কোন জায়গা থেকে ভুটানে ছুটে আসেন পর্যটকরা। ভুটান ভ্রমণ (Bhutan Tour) পর্যটকদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে যায় যে তাদের অনেকেই বাড়ি ফিরতে ইচ্ছে করে না। আর এবার ভুটান সরকারের তরফ থেকে তাদের দেশে আসা পর্যটকদের জন্য নতুন এক প্রকল্প চালু করল, যার মাধ্যমে অনেক বেশি সুযোগ পাবেন পর্যটকরা (Bhutan Tour More Facilities)।

ভুটান মূলত পর্যটন শিল্পের উপর দাঁড়িয়ে রয়েছে। ভুটানের মূল অর্থনৈতিক পরিকাঠামো পর্যটকদের উপরই নির্ভরশীল। পর্যটকদের আগমন ভুটানে কমে গেলে স্বাভাবিকভাবেই ভুটানের অর্থনীতি ভেঙে পড়ে। যে কারণে ছোট্ট ওই দেশটির তরফ থেকে সবসময় পর্যটকদের ভালো-মন্দের কথা ভাবা হয় এবং যাতে আরও বেশি পরিমাণে পর্যটক আসেন সেই পরিকল্পনা গ্রহণ করা হয়।

এবার ভুটান সরকারের তরফ থেকে তাদের দেশে আসা পর্যটকদের আরও ভালোভাবে এবং সহজে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য ড্রুক নেইকর প্রোগাম চালু করা হলো। ভুটান সরকারের পর্যটন বিভাগের তরফ থেকে নতুন এই প্রকল্প চালু করা হয়েছে। এক্ষেত্রে ভুটানে আগত পর্যটকরা কোথায় ঘুরতে যাবেন আর কোথায় যাবেন না, এই বিষয়টি নিয়ে যে ধন্দে থাকেন তা দূর হয়ে যাবে।

আরও পড়ুন 👉 Indian Railways Stolen Case: মোটা টাকায় টিকিট কেটেও শান্তি নেই! রেলে দিন দিন চুরি বাড়ছে এসি কামরায়

ভুটান সরকারের পর্যটন বিভাগের তরফ থেকে নতুন যে প্রকল্প চালু করা হয়েছে তার মাধ্যমে ভুটানের ১০৮টি পর্যটন কেন্দ্রকে দারুণ ভাবে উপভোগ করতে পারবেন পর্যটকরা। এই প্রোগ্রামের মধ্য দিয়ে পর্যটকদের বেছে বেছে দেখানো হবে বাছাই করা বিভিন্ন অঞ্চল, মিনার ইত্যাদি। এর পাশাপাশি এই প্রোগ্রামের মধ্য দিয়ে ভুটানের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, ধর্মীয় বিশ্বাস সহ বিভিন্ন বিষয় অনেক সহজেই পৌঁছে দেওয়া হবে।

এই প্রোগ্রামের আওতায় প্রাথমিকভাবে ভুটানের রাজধানী থিম্পুর ১৬টি অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াংডিটসে লাখাং, শেলুং নে এবং তালাংখা ড্রুগেল গোয়েনপা ঘুরে দেখার সুযোগ পাবেন। পর্যটকরা যানবাহনে চড়ে অথবা পায়ে হেঁটে নিজেদের ইচ্ছেমতো ঘুরতে পাবেন। এছাড়াও যাতে পর্যটকরা যেখানে ঘুরতে যাচ্ছেন তার আশেপাশেই হোটেল পান তার ব্যবস্থা করা হবে এই প্রোগ্রামের মধ্য দিয়ে। এছাড়াও পর্যটকরা যে সকল ধর্মীয় স্থান ঘুরতে যাবেন সেই সকল ধর্মীয় স্থানে এই প্রোগ্রামের মধ্য দিয়ে স্ট্যাম্প সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি আরও একগুচ্ছ সুযোগ-সুবিধা দেওয়া হবে এই প্রোগ্রামের মধ্য দিয়ে।