Pension scheme: পেনশন প্রকল্পের নিয়মে আসছে বদল! পকেট ভরবে আরও বেশি! নতুন পথ বেছে নিচ্ছে কেন্দ্র

Big changes are coming to the pension scheme: পেনশন হলো অবসর জীবনের সবথেকে বত ভরসা। এই ভরসার জায়গাতেই কি পরিবর্তন আনবে কেন্দ্র? পুরনো পেনশন প্রকল্প (Pension scheme) আর ফিরিয়ে আনা হবেনা তবে নতুন প্রকল্পে করা হবে কিছু রদবদল। নতুন নিয়ম নিয়ে কি বলেছেন আধিকারিকরা? জানতে হবে বিস্তারিতভাবে আজকের প্রতিবেদন থেকে।

নতুন কাঠামো অনুসারে, সরকারি কর্মচারীরা নিজেদের কর্মজীবনের শেষে যে বেতন পেয়েছেন, পেনশন হিসেবে সেই বেতনের ৪০ শতাংশ থেকে ৪৫ শতাংশ পাবেন। এখনো পর্যন্ত নয়া পেনশন প্রকল্পে বিস্তারিতভাবে কোনও বিষয় নির্ধারণ করা হয়নি। এছাড়াও সংশোধিত পেনশন প্রকল্পে(Pension scheme) নিশ্চিতভাবে কোনও রিটার্নের অঙ্ক নির্ধারণ করা যায় কিনা, সেইসব বিষয় নিয়ে খতিয়ে দেখছে উচ্চপর্যায়ের কমিটি। অবশ্য পুরনো পেনশন স্কিম অনুযায়ী, অবসর জীবনে সরকারি কর্মচারীরা তাদের শেষ বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পেতো। এছাড়া তাদের কোনরকম অর্থ দিতে হতো না।

কিন্তু নয়া পেনশন স্কিম (Pension scheme) অনুযায়ী কিছু হেরফের দেখা গেছে এই প্রকল্পে। সরকারি কর্মীরা কত টাকা পেনশন পাবেন তা সম্পূর্ণ নির্ভর করবে বাজারদরের উপর। এই নতুন প্রকল্পে আপত্তি জানিয়েছে বহু কর্মচারী এবং বিরোধী দলনেতারা। তারা পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার কথা বলেছেন। ইতিমধ্যে যেসব রাজ্যে বিরোধী শাসন চলছে সেখানে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হয়েছে।

কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই পুরনো পেনশন স্কিম(Pension scheme) ফিরিয়ে আনার পক্ষপাতী না এমনটাই জানা গেছে সূত্রের মাধ্যমে। এর পরিবর্তে চালু হতে পারে আরো মজবুত রকমের প্রক্রিয়া, যার মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেনশন হিসেবে দেওয়া হবে সরকারি কর্মচারীদের। তা অবশ্যই মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তবেই নির্ধারণ করা হবে। সংশোধিত পেনশন প্রকল্প বাজারের উপর নির্ভর করে নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট মহলের মতে, কোনও কর্মচারী নিজের কর্মজীবনের শেষ যে বেতন পেয়েছেন, তার ৪০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হবে। কিন্তু বাজার থেকে রিটার্ন কম মিললে বাকি পরিমাণ অর্থ কেন্দ্রকে দিতে হবে। বর্তমানে কর্মচারীরা সাধারণত ৩৬ শতাংশ থেকে ৩৮ শতাংশ রিটার্ন পেয়ে থাকেন।

নয়া পেনশন প্রকল্পের কর্মচারীদের ১০ শতাংশ দিতে হয় এবং সরকার দেবে ১৪ শতাংশ। পুরনো পেনশনের প্রকল্পে সেই নিয়ম নেই। এইসব বিষয় নিয়ে কর্মচারীরা এবং বিরোধীরা সরব হয়েছে বারবার। তবে সংশোধিত পেনশন প্রকল্পে কর্মচারীদের ‘কন্ট্রিবিউশন’ দিতে হলেও তার হেরফের করা হতে পারে। নয়া পেনশন প্রকল্পের অবসরের সময় কর্মচারীরা ৬০ শতাংশ টাকা তুলে নিতে পারেন। তাতে কোনও কর লাগে না। আর বাকি ৪০ শতাংশের জন্য ‘অ্যানুইটি’ কিনতে পারেন কিন্তু সেটার জন্য কর দিতে হয়। বিশেষজ্ঞদের মতে, পুরনো পেনশন প্রকল্প একেবারেই স্থিতিশীল ছিল না এবং এতে সরকারের কোষাগারের অবস্থা শোচনীয় হয়ে উঠতে পারে।