Big steps taken by the Central Government to meet the demand for Crude Oil: পশ্চিমবঙ্গে অপরিশোধিত তেলের (Crude Oil) চাহিদা মেটাতে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে চলেছেন নতুন দুটি প্রকল্প। কিছুদিন আগেই দুদিনের জন্য হুগলি ও নদীয়া জেলার কৃষ্ণনগরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন তিনি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি প্রকল্প হল- হলদিয়া বারাউনি অপরিশোধিত তেলের (Crude Oil) পাইপলাইন ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে উদ্বোধন হতে চলেছে এলপিজি বটলিং প্ল্যান্টের।নতুন এই প্ল্যান্টটি চালু করতে খরচ হবে প্রায় ২০০ কোটি টাকা। ভোটের আগে এই দুটি বড়ো প্রকল্পের উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রাজ্যে অপরিশোধিত তেল (Crude Oil) জোগানোর জন্য ইন্ডিয়ান অয়েলের সাহায্যে ৫১৮ কিমি লম্বা একটি পাইপলাইন তৈরি করেছে কেন্দ্র সরকার।এই কাজে এখনও পর্যন্ত কেন্দ্রের খরচ হয়েছে প্রায় ২৭৯০ কোটি টাকা। কাজটি সম্পূর্ণ হলে উপকৃত হবেন চৌদ্দ লাখেরও বেশি মানুষ। পাবেন এলপিজি গ্যাস। তথ্যসূত্রে জানা গেছে এই পাইপলাইন বসানোর কাজ চলছে মূলত বিহার ও ঝাড়খন্ড রাজ্যে আর পশ্চিমবঙ্গের হলদিয়া বারাউনি এলাকায়।
পাইপলাইনটির সাহায্যে তেল পাঠানো হবে হলদিয়া থেকে বারাউনি শোধনাগার, গুয়াহাটি শোধনাগার এবং বঙ্গাইগাও শোধনাগারে। এতে পরিবেশ যেমন দূষণমুক্ত রাখা যাবে তেমনি খরচও বেশ কিছুটা কমবে। ফলে পশ্চিমবঙ্গে অপরিশোধিত তেলের (Crude Oil) চাহিদা অনেকটাই মেটানো সম্ভব হবে।
আরও পড়ুন ? LPG Booking Discount: আরও ১০ শতাংশ ছাড়, রান্নার গ্যাস বুকিংয়ের সময় পড়তে হবে শুধু এই কাজ
এলপিজি বটলিং প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের ষষ্ঠতম অপরিচিত তেলের প্ল্যান্ট হতে চলেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। বিদ্যাসাগর শিল্প পার্কের ৪৫ একর জমি নিয়ে প্ল্যানটি তৈরি করা হচ্ছে। প্ল্যান্টটি ৮ ঘণ্টায় ১৭০০ টি সিলিন্ডারে গ্যাস ভরতে পারবে। আপাতত আট ঘন্টা করে একটা শিফ্টেই কাজ হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী কাজের শিফ্ট বা সময় সীমা বাড়ালে তখন গ্যাস ভর্তি সিলিন্ডারের পরিমাণও বাড়বে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের অপরিশোধিত তেলের (Crude Oil) চাহিদা কিছুটা হলেও মেটাতে পারবে। তেলের চাহিদা মিটবে পুর্ব ভারত ও উত্তর ভারতের শোধনাগার গুলিতে। সাথে এই দুর্মূল্যের বাজারে তেল সংক্রান্ত আর্থিক খরচ একটু হলেও কমবে।
এখনো পর্যন্ত দুটি প্রকল্প (Crude Oil) মিলে প্রায় তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে কেন্দ্র সরকার। ভোটের আগে কেন্দ্র সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এখন প্রকল্প দুটির কাজ শেষ হবার পর বাস্তবে কতটা উপকৃত হয় সাধারণ মানুষ তা দেখার জন্যই অপেক্ষা করছে রাজ্যবাসী।