LPG Booking Discount: আরও ১০ শতাংশ ছাড়, রান্নার গ্যাস বুকিংয়ের সময় পড়তে হবে শুধু এই কাজ

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস সিলিন্ডার (LPG) নিয়ে এখন কারো অভিযোগ নেই বললেই চলে। কেননা কয়েক মাসের যেভাবে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কেন্দ্র সরকারের তরফ থেকে কমানো হয়েছে তা একপ্রকার অবিশ্বাস্য। যদিও বিরোধীদের তরফ থেকে দাবি করা হচ্ছে, ভোটের আগে দাম কমিয়ে ভোটের পর আবার দাম বাড়ানো হবে।

গত কয়েক মাসের দিকে নজর রাখলে দেখা যাবে, ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে একের পর এক ভর্তুকি দিয়ে কেন্দ্র সরকার সাধারণ গ্রাহকদের জন্য দাম কমিয়ে আনা হয়েছে ৮০০ থেকে ৯০০ টাকার কিছু এদিক ওদিক। অন্যদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও অনেকটাই কমে গিয়েছে। তবে জানেন কি, সরকারের তরফ থেকে এই সকল ভর্তুকি দেওয়ার পরেও আপনি আরও বাড়তি ১০ শতাংশ ছাড় (LPG Booking Discount) পেতে পারেন।

কেন্দ্রের তরফ থেকে যায় ভর্তুকি দেওয়া হোক না কেন তারপরেও আরও ১০ শতাংশ ভর্তুকি পাওয়ার জন্য রান্নার গ্যাস বুকিং করার সময় কিছু পদ্ধতি মেনে চলতে হবে। প্রথমত গ্রাহকদের এমন ছাড় পাওয়ার জন্য রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে হবে Airtel Thanks অ্যাপ থেকে। এয়ারটেলের ওই অ্যাপের Pay সেকশনের মধ্যে থাকা Recharge & Pay Bills অপশনের মধ্যে যে Book Cylinder অপশন রয়েছে সেটিতে ক্লিক করে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে হবে।

আরও পড়ুন 👉 Domestic LPG: বছরে কতগুলো রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন, দেখে নিন সরকারি নিয়ম

বুকিং করার সময় গ্রাহকদের বেছে নিতে হবে তার রান্নার গ্যাস কানেকশন কোন সংস্থার। এরপর কনজিউমার আইডি দিতে হবে এবং গ্যাস সিলিন্ডার বুকিং করার পরবর্তী পর্যায়ে যেতে হবে। বুকিং করা হলে পেমেন্ট করতে হবে। তবে শুধু এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে এই পদ্ধতিতে বুকিং করলেই হবে না, পেমেন্ট করার সময় গ্রাহকদের এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

এয়ারটেল এবং অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে মনে রাখতে হবে, ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার জন্য যেমন এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকে গ্যাস সিলিন্ডার বুকিং করা প্রয়োজন ঠিক সেই রকমই আবার এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করাও প্রয়োজন। এক্ষেত্রে আপনার এলাকায় রান্নার গ্যাসের দাম কত চলছে তার ওপর ভিত্তি করে ছাড় দেওয়া হবে এবং ওই ছাড় জমা হবে আপনার এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের অ্যাকাউন্টে।