Reliance Industry Share: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বা RIL চেয়ারম্যান মুকেশ অম্বানি শেয়ারহোল্ডারদের জন্য এক অসাধারণ ঘোষণা করেছেন, যা শেয়ার বাজারে তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে। রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় (AGM) মুকেশ অম্বানি ঘোষণা করেন যে, সংস্থাটি শেয়ারহোল্ডারদের জন্য একটি বিশেষ বোনাস শেয়ার ইস্যু করবে। অর্থাৎ, যাঁদের কাছে একটি শেয়ার আছে, তাঁরা একদম ফ্রি আরেকটি শেয়ার পাবেন। এমন চমকপ্রদ ঘোষণায় শেয়ারহোল্ডারদের (Reliance Industry Share) মধ্যে নতুন করে আশার আলো জেগেছে!
মুকেশ অম্বানি আরও জানান, রিলায়েন্স (Reliance Industry Share) শুধু ব্যবসায় নয়, কর্মসংস্থান সৃষ্টিতেও এক নম্বর। গত বছরে সংস্থাটি ১.৭ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করেছে, যা দেশের অর্থনীতিতে একটি বিশাল অবদান রাখে। তিনি বলেন যে তারা শুধুমাত্র মুনাফা নয়, দেশের ভবিষ্যৎ গড়তে কাজ করেন। তাদের লক্ষ্য হলো আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করে দেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া।
এছাড়াও, গবেষণা ও উন্নয়নে বা R&D রিলায়েন্সের বিশাল বিনিয়োগের কথা উল্লেখ করেন মুকেশ অম্বানি। তিনি জানান, সংস্থাটি এই খাতে ৪৩৭ মিলিয়ন ডলার খরচ করেছে। এই বিনিয়োগ ভবিষ্যতে রিলায়েন্সকে আরও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করবে এবং নতুন উদ্ভাবনগুলিকে উৎসাহিত করবে। অম্বানি বলেন ভবিষ্যতের জন্য তারা প্রস্তুত। তারা উদ্ভাবন ও গবেষণায় সর্বদা এগিয়ে থাকতে চান।
আরো পড়ুন: ছিলেন প্রতিপক্ষ হয়ে গেলেন টিম মেম্বার, সেধে প্রতিপক্ষকে দলে নিলেন মুকেশ আম্বানি
সভায় মুকেশ অম্বানি রিলায়েন্সের ডিজিটাল বিপ্লবের গল্পও শেয়ার করেন। তিনি জানান জিও এখন বিশ্বের বৃহত্তম মোবাইল ডেটা কোম্পানি। দুনিয়ার ৮ শতাংশ মোবাইল ট্র্যাফিক এখন জিও-র মাধ্যমে পরিচালিত হয়। তারা শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী ডেটা ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন।
মুকেশ অম্বানির এই চমকপ্রদ ঘোষণা এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি রিলায়েন্সের শেয়ারহোল্ডারদের (Reliance Industry Share) জন্য এক নতুন প্রেরণা এনে দিয়েছে। বোনাস শেয়ার এবং উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে রিলায়েন্স তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। এই ধরনের সাহসী পদক্ষেপের ফলে সংস্থাটি শুধু ভারতের বাজারেই নয়, বিশ্ববাজারেও নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে।
Disclaimer: বাংলাXP কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা সংস্থা নয়। উপরিক্ত নিবন্ধটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। বাংলাXP কোনোভাবেই কাউকেই বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে না। কোনো খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে নিজেস্ব চিন্তা-ভাবনা, গবেষণা এবং বাজারগত ঝুঁকি নেওয়ার সহনশীলতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে।