মোদি, নীতীশ, রাহুল, প্রধানমন্ত্রী হিসেবে মানুষের কাকে পছন্দ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি দেশের রাজনীতিতে নয়া পরিবর্তন দেখা গিয়েছে। একদিকে মহারাষ্ট্রে বিরোধী শিবির ভেঙে সরকার গড়েছে বিজেপি। আবার অন্যদিকে বিহারে বিজেপি জোট ভেঙে তৈরি হয়েছে মহাগাটবন্ধন জোট সরকার। বিহারে এনডিএ জোট থেকে বেরিয়ে নিতীশ কুমার নতুন সরকার গঠন করার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে নামতেই এমন পদক্ষেপ তার।

Advertisements

এই পদক্ষেপের পিছনে কি সমীকরণ লুকিয়ে রয়েছে তার দিকে না তাকিয়ে যদি বিহারের বাসিন্দাদের দিকে তাকানো হয় তাহলে তারা কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? এর পরিপ্রেক্ষিতে আজতক এবং সি ভোটারের তরফ থেকে একটি সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষায় বিহারের মানুষ কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সেই ফলাফল উঠে আসার পাশাপাশি তারা কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তাও উঠে এসেছে।

Advertisements

অষ্টম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নিতীশ কুমার শপথ গ্রহণ করলেও উল্লেখযোগ্য বিষয় হলো বিহারের মানুষ তার পরিবর্তে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে বিহার বাসীর প্রথম পছন্দ নন নীতিশ কুমার। এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে ২৪% মানুষ নিতীশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।

Advertisements

অন্যদিকে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিজেপির কোন একজন নেতাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বিহারের ১৯ শতাংশ মানুষ। এই সমীক্ষার নিরিখে তেজস্বী যাদব অনেক এগিয়ে রয়েছেন। ৪৩ শতাংশ মানুষ তেজস্বী যাদবকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন।

অন্যদিকে এই সমীক্ষায় অংশগ্রহণ করা বিহারের ৪৪% মানুষ চাইছেন ২০২৪ সালেও প্রধানমন্ত্রী হোক নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির পর বিহারের মানুষ প্রধানমন্ত্রী হিসাবে যাকে দেখতে চান সেই তালিকায় রয়েছেন নীতীশ কুমার। ২২ শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এবং সমীক্ষায় অংশগ্রহণকারী বিহারের ১৮ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।

Advertisements