Bike Price Cut: চলতি বছরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। এই বাজেটে যেমন কিছু কিছু পণ্যের দাম কমেছে পাশাপাশি বেড়েছেও কিছু জিনিসের দাম। তবে এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে যে, সস্তা হতে চলেছে মোটরবাইকের দাম। চলতি বছরেই যদি মোটরবাইক কেনার চিন্তাভাবনা করেন তাহলে দেরি না করে কাজে লাগান এই সুযোগ। আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হবে একটি ব্র্যান্ডের মোটরবাইকের ব্যাপারে যার দাম ১ লক্ষ টাকারও বেশি কমে গিয়েছে (Bike Price Cut)।
নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে সংস্থার নাম কি? সংস্থার নাম হলো ইয়ামাহা। এর জনপ্রিয় দুটি বাইক হল এমটি ০৩ এবং আর ৩। বাইক দুটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে বিদেশে। যার কারণে এই মডেলগুলির দাম অনেকটাই বেশি ছিল। কিন্তু এবারের বাজেটে কমে গেছে এই দুটি বাইকের দাম। সাধারণ মানুষ সস্তায় কিনতে পারবেন এই দুই বাইক। ইয়ামাহার এই দুটি বাইক কাওয়াসাকি এবং এপ্রিলিয়া এবং কেটিএম-এর বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাজারে।
ভারতীয় মার্কেটে ইয়ামাহা আর থ্রি গ্রাহকেরা পেয়ে যাবেন ৪.৬৫ লক্ষ টাকা দামে। কিন্তু বাজেটের পর সেই দাম কমেছে ১.০৫ লক্ষ টাকা। ইয়ামাহা আর থ্রির নতুন দাম হয়েছে ৩.৬০ লক্ষ টাকা। অনেকেই হয়তো জানেন যে ইয়ামাহা বাইকটি এপ্রিলিয়া আরএস ৪৫৭-এর প্রতিদ্বন্দ্বী যার দাম ৪.২০ লক্ষ টাকা। বর্তমানে বাজেটের ফলে কমে গেছে ইয়ামাহার এই বাইকটির দাম, এপ্রিলিয়া মডেলের তুলনায় বাইকপ্রেমীরা সস্তায় পেয়ে যাবেন ইয়ামাহার এই বাইক। কাওয়াসাকি নিঞ্জা ৩০০ বাইকের সঙ্গেও ইয়ামাহার এই বাইক প্রতিদ্বন্দ্বিতা করবে যার দাম বাজারে এখন ৩.৪৩ লক্ষ টাকা।
যারা বাইক চালাতে পছন্দ করেন তাদের তালিকায় একটি জনপ্রিয় নাম হল কেটিএম আরসি ৩৯০। এই সেগমেন্টেরই অন্যতম জনপ্রিয় বাইক গ্রাহকের মন ছুঁয়ে গেছে। এর দাম ৩.২১ লক্ষ টাকা। তবে ইয়ামাহার এই বাইকের দামে ১ লাখ টাকা ছাড় দেওয়ার পরেও কাওয়াসাকি ও কেটিএম মডেলের চেয়ে বেশি ব্যয়বহুল হয়েছে এই বাইক।
আরও পড়ুন: বুকিং শুরু অডি RS Q8 পারফরম্যান্সের, দিতে হবে মাত্র এত টাকা, কিভাবে বুকিং করবেন?
ইয়ামাহার আরেকটি বাইক গ্রাহকদের অত্যন্ত পছন্দের। এমটি ০৩ বাইকটিরও দাম কমে (Bike Price Cut) দাঁড়িয়েছে ১.১০ লক্ষ টাকা। বর্তমান ভারতীয় মার্কেটে এই বাইক পাওয়া যাবে ৩.৫০ লক্ষ টাকাতেই। ভারতের বাজারে এই বাইকের প্রতিদ্বন্দ্বী হল কেটিএম ৩৯০ ডিউক এবং এপ্রিলিয়া টিউওনো ৪৫৭। কেটিএম ৩৯০ ডিউকের দাম ৩.১৩ লক্ষ টাকা, এপ্রিলিয়া টিউওনো বাইকের দাম ৪ লক্ষ টাকা।
কবে থেকে এই দুই ইয়ামাহার বাইক নতুন দামে পাওয়া যাবে মার্কেটে? নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য হয়েছে। বাইক দুটির ইঞ্জিন কিন্তু একই রকমের। তবে ডিজাইনের ক্ষেত্রে রয়েছে বিস্তর ফারাক। এর পাশাপাশি রাইডারের সিটের আকারেও অনেক ফারাক দেখা যায়। নতুন বাজেট পেশ হওয়ার পর ভারত সরকার মোটরবাইকের উপর ব্যাপক হারে কাস্টম ডিউটি কর কমিয়ে দিয়েছে। যার ফলে বাইকের ইনপুট খরচ কমে গিয়েছে আর তাই অন্যান্য বাইকের দামও কমে (Bike Price Cut) যাবে বলে ধারণা করা হচ্ছে।