নারী সুরক্ষায় জোর, বীরভূমের চালু হলো বীরভূম পুলিশের উইনার্স

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মহিলারা বহু ক্ষেত্রেই এমন এমন সমস্যার সম্মুখীন হন যা সকলের সামনে বলতে পারেন না। এর জন্য রয়েছে মহিলা পুলিশ স্টেশন। তবে এর বাইরে এবার বীরভূম জেলা পুলিশের তরফ থেকে তৈরি করা হল উইনার্স টিম। এই টিম হাটে বাজারে সর্বত্র নারী সুরক্ষায় কাজ করবে।

Advertisements

আপাতত বীরভূমের সিউড়ি এবং বোলপুর মহকুমার মিলিয়ে দুটি উইনার্স টিম গঠন করা হয়েছে। এক একটি টিমে ১০ জন করে মহিলা পুলিশ নিয়োগ থাকবেন। তাদের বিভিন্ন জায়গায় টহল দেওয়ার জন্য আলাদা করে স্কুটি দেওয়া হয়েছে। এই স্কুটি নিয়েই তারা বিভিন্ন জায়গায় ছুটে যাবেন নারী সুরক্ষায়।

Advertisements

বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বুধবার এই উইনার্স টিমের উদ্বোধন করেন সিউড়ি পুলিশ লাইনে। তিনি জানান, এই টিম সেই সকল জায়গায় ঘুরে বেড়াবে যেখানে ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটে থাকে। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ চত্বরে ঘুরে ঘুরে এই টিম কাজ করবে। এই টিমের মূল লক্ষ্য হলো নারী সুরক্ষা বজায় রাখা।

Advertisements

এছাড়াও সাইবার সংক্রান্ত কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই উইনার্স টিম কাজ করবে। এই উইনার্স টিম বীরভূম ছাড়াও এর আগে কলকাতা, শিলিগুড়ি, পূর্ব মেদিনীপুর সহ বেশকিছু জেলায় গঠন করা হয়েছে। এর পাশাপাশি বীরভূম জেলা পুলিশের তরফ থেকে সুচেতনতা নামে একটি কর্মসূচি গ্রহণ করা হচ্ছে স্কুল কলেজের ছাত্রীদের জন্য।

সোমবার থেকে এই কর্মসূচির অংশ হিসেবে বীরভূম জেলা পুলিশের মহিলা পুলিশ কর্মীরা স্কুল কলেজে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও ব্যক্তিগতভাবে কোন বিষয় শেয়ার করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর লঞ্চ করা হবে।

Advertisements