দায়িত্বভার গ্রহণ করলেন বীরভূমের নতুন জেলাশাসক

হিমাদ্রি মন্ডল : রাজ্যে তৃতীয়বার তৃণমূল সরকারে আসার পরেই রাজ্যের একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করে। আর সেই রদবদল প্রক্রিয়া অনুযায়ী বীরভূমের জেলাশাসক পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করা হয় নবান্নের তরফ থেকে। বীরভূমের নতুন জেলাশাসক হিসেবে নাম ঘোষণা করা হয় বিধান চন্দ্র রায়ের। আর সোমবার তিনি বীরভূমের নতুন জেলাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

বীরভূমের নতুন জেলাশাসক বিধানচন্দ্র রায় এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ জেলাশাসক দপ্তরে আসেন এবং পূর্বতন জেলাশাসক দেবীপ্রসাদ কারনামের থেকে দায়িত্বভার বুঝে নেন। ফুলের তোড়া দিয়ে দুই আধিকারিক দুজনকে সম্বর্ধনা জানান।

[aaroporuntag]
বীরভূমের নতুন জেলাশাসক বিধানচন্দ্র রায় এর আগে রাজ্য খাদ্য দপ্তরের যুগ্মসচিব পদে ছিলেন। অন্যদিকে বীরভূমের পূর্বতন জেলাশাসক দেবীপ্রসাদ কারনামের স্থলাভিষিক্তকরণ হল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ডিরেক্টর হিসেবে। পাশাপাশি তিনি বিশ্ববাংলা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন।