নিজস্ব প্রতিবেদন : হাতে আর সময় নেই বললেই চলে। হ্যাঁ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) জন্য সেই ভাবে আর সময় নেই। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি রাজনৈতিক দল হিসেবে নিকেশ কষতে শুরু করেছে। তবে এই হিসেব-নিকেশের মধ্যেই এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের সেকেন্ড ইন্ কমান্ড অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার (Diamond Harbour) আসন নিয়ে।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জি পরপর দুবার প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন। কিন্তু এইবার এই আসন তার থেকে ছিনিয়ে নিতে উঠে পড়ে লেগেছে বিজেপি (BJP)। মনে করা হচ্ছে এবারও অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন আর সেই কেন্দ্রে তাকে যাতে চাপে ফেলা যায় তার জন্য বড় পরিকল্পনা করে ফেললেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবার কেন্দ্রে চাপে ফেলতে কি পরিকল্পনা গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী, তা শনিবার ফাঁস হয়ে যায়। শনিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখার সময় জানান, “ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাবো। অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো। বিজেপিকে জেতাবো।” শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে জল্পনা তৈরি হয়েছে ওই অন্য লোককে হতে পারেন? যদিও সেই উত্তর এখনো পাওয়া যায়নি।
অন্যদিকে আবার শুভেন্দু অধিকারীর মতোই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও (Nawsad Siddique) কথায় কথায় চাপে ফেলে দিচ্ছেন অভিষেক ব্যানার্জিকে। কেননা তিনি আবার রবিবার সংবাদ মাধ্যমকে সাফ সাফ জানিয়েছেন, দল অনুমোদন দিলে তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, পাশাপাশি রীতিমত অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেও দেখা গিয়েছে তাকে।
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, “আমি ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে প্রাক্তন বানাবো। দল অনুমোদন দিলে ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব।” ডায়মন্ড হারবারের বহু এলাকার রয়েছে যেগুলি মুসলিম অধ্যুষিত এলাকার। যে কারণে মগরাহাট, উস্তি, মেটিয়াবুরুজ, মহেশতলার মতো এলাকায় নওশাদ সিদ্দিকী ভালো রকম সমর্থন পাবেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।