আলিপুরদুয়ারের ৫ বিধানসভায় এগিয়ে কারা, কি বলছে লোকসভার ফলাফল

নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালের ২৫শে জুন আলিপুরদুয়ার জেলা হিসেবে স্বীকৃতি পায়। এই জেলায় রয়েছে মোট পাঁচটি বিধানসভা। যেগুলি হলো কুমারগ্রাম বিধানসভা, কালচিনি বিধানসভা, আলিপুরদুয়ার বিধানসভা, ফালাকাটা বিধানসভা এবং মাদারিহাট বিধানসভা। গোটা জেলা একটি লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। যে লোকসভা কেন্দ্রটি হল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র।

২০১৬ বিধানসভা নির্বাচনে এই জেলার একটি বিধানসভা বাদে অন্যান্য বিধানসভাগুলিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। একটিতে জয়লাভ করেছিল বিজেপি। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই জেলার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। এই জেলায় লোকসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপির প্রার্থী জন বারলা। অবশ্য ১৯-এর লোকসভা নির্বাচনের পরেও একাধিক সমীকরণ হয়েছে এই এলাকায়।

২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে কোন বিধানসভায় কোন দল এগিয়ে রয়েছে

১) কুমারগঞ্জ বিধানসভা এলাকায় বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল ২৮৮১৩ ভোটে।

২) কালচিনি বিধানসভায় বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল ৪৭৪৩২ ভোটে।

৩) আলিপুরদুয়ার বিধানসভায় বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল ৩৭০২০ ভোটে।

৪) ফালাকাটা বিধানসভা এলাকায় বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল ২৭০৭০ ভোটে।

৫) মাদারিহাট বিধানসভা এলাকায় বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল ৪৩৮৩৮ ভোটে।

অর্থাৎ গত লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি আলিপুরদুয়ার জেলায় যথেষ্ট শক্তিশালী বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। এই জায়গায় তৃণমূলকে লড়াইয়ে ফিরতে বেশ বেগ পেতে হবে বলেও মনে করছেন তারা। তবে নতুন সমীকরণে রাজ্যের শাসক দল তৃণমূল কি পুনরায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মতো এই এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে কিনা তাই এখন দেখার।