নিজস্ব প্রতিবেদন : কবে প্রকাশিত হবে বিজেপির পশ্চিমবঙ্গের বাকি লোকসভা কেন্দ্রগুলির প্রার্থীদের নাম তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহলের কমতি নেই। অবশেষে রবিবার বিজেপির চতুর্থ প্রার্থী তালিকায় (BJP Fourth Candidate List) পশ্চিমবঙ্গের আরও ১৯টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। এই ১৯টি কেন্দ্রে নতুন করে জায়গা পেলেন ১৯ জন প্রার্থী।
বিজেপির তরফ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য যে চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করা হলো সেই প্রার্থী তালিকায় একাধিক রদবদল আনা হয়েছে। জল্পনা মতই এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দিলীপ ঘোষের কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। তিনি এবার মেদিনীপুর থেকে টিকিট পেলেন না। তাকে প্রার্থী করা হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। চলুন দেখে নেওয়া যাক বাকিরা কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিজেপির টিকিটে জলপাইগুড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জয়ন্ত রায়। দার্জিলিং থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজু বিস্তা। রায়গঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কার্তিক পাল। জঙ্গিপুর থেকে প্রতিদ্বন্দিতা করবেন ধনঞ্জয় ঘোষ। কৃষ্ণনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমৃতা রায়। ব্যারাকপুর থেকে আগের মতই প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্জুন সিং। দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিলভদ্র দত্ত।
আরও পড়ুন ? BJP in West Bengal: ‘যা ভাবছেন তার থেকেও অনেককিছু’, বাংলায় বিজেপির ফল নিয়ে ৫ পয়েন্ট প্রশান্ত কিশোরের
বারাসাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বপন মজুমদার। বসিরহাট থেকে প্রতিদ্বন্দিতা করবেন রেখা পাত্র। মথুরাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অশোক পুরকিত। কলকাতা দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবশ্রী চৌধুরী। কলকাতা উত্তর থেকে প্রতিদ্বন্দিতা করবেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়। উলুবেরিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরুণ উদয় পাল চৌধুরী। শ্রীরামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কবীর শংকর বসু।
আরামবাগ থেকে প্রতিদ্বন্দিতা করবেন অরূপ কান্তি দিগরা। তমলুক থেকে প্রতিদ্বন্দিতা করবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অগ্নিমিত্রা পাল। বর্ধমান পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অসীম কুমার সরকার এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিলীপ ঘোষ। এবারও এই প্রার্থী তালিকায় বীরভূম, ঝাড়গ্রাম, আসানসোল ও ডায়মন্ড হারবারের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।