হিমাদ্রি মন্ডল : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের পাশাপাশি বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে যখন বিজেপি কর্মীদের ‘ঠেঙিয়ে পগার পার করে দেওয়ার’ মত নির্দেশ দিতে দেখা যাচ্ছে, ঠিক তখনই আবার পাল্টা আসছে বিজেপি শিবির থেকে। আর এই পাল্টা দিতে গিয়েই বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জি জানিয়ে দিলেন ‘ধোলাই আর পালিশ দুটোই হবে’।
বুধবার বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জি দলীয় কর্মসূচিতে যোগ দিতে সিউড়িতে আসেন। আর সেখানে এসে সরাসরি অনুব্রত মণ্ডলকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “গুন্ডাকে কি বার্তা দেওয়ার আছে। শোলের ডায়লগটা মনে আছে তো? চাক্কি পিসিং আর পিসিং। আর ৬ মাস পর তাই করতে হবে।”
এর সাথে সাথেই তিনি বলেন, “উনি বীরভূমে যে অরাজকতার সৃষ্টি করেছেন তা এখানকার মানুষ একুশের ভেঙে দেবে। তিনি তো বিভিন্ন মানুষকে ভয় দেখাচ্ছেন। আমাকেও তো নাকি সাংবাদিকদের মাধ্যমে বলেছেন মেরে হাত-পা ভেঙে দেবে। আমি তো পরিষ্কার বলে দিচ্ছি, তিনি এবং তার গুন্ডারা যদি বুথে লুট করতে যায় তাহলে কিন্তু ধোলাইও হবে আর পালিশও হবে।”
অন্যদিকে এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে আশ্বস্ত করার জন্য জানান, “বীরভূমের মানুষ এবার ফ্রী অন্ড ফেয়ার নির্বাচন দেখবে। দিদির পুলিশে ভোট হবে না, দাদার পুলিশে ভোট হবে। বীরভূমের ১১ টি আসনের মধ্যে ১১ টিতেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে।”