নিজস্ব প্রতিবেদন : অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপিতে যোগদানের পর থেকেই তাকে মমতা এবং তার সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাতে দেখা যাচ্ছে। এর আগে তাকে দেখা গিয়েছিল ‘সাতে পাঁচে না থাকা’র কবিতায়। আর এবার ভোট এগিয়ে আসতেই রুদ্রনীল মমতা সরকারকে বিঁধলেন ‘ইকিড় মিকিড় চাম চিকিড়’ নতুন এক কবিতায়।
রুদ্রনীল ঘোষ বুধবার এই নতুন কবিতাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে তিনি কাটমানি থেকে স্বাস্থ্য সাথী প্রকল্প একাধিক বিষয়গুলিকে তুলে ধরেছেন। তাঁর এই কবিতায় কাল্পনিক একটি চরিত্র হলো প্রতিবেশী দত্ত বাবু। আর সেই প্রতিবেশি দত্ত বাবুর কথায় তিনি তুলে ধরেছেন এই কবিতায়। সেখানে বলতে দেখা যাচ্ছে, স্বাস্থ্য সাথী প্রকল্প একটি ঢপের কার্ড, গ্রাজুয়েট ছেলেরাও টোটো চালাচ্ছে, রাজ্যে শিল্প নেই, উন্নয়ন অলীক স্বপ্ন এমনকি করোনাতে মৃতের সংখ্যাও চাপা দিয়েছে সরকার এরকম হাজারো কথা।
ব্যঙ্গাত্মক কবিতার মাধ্যমে এর আগেও রুদ্রনীল ঘোষকে একাধিক ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে। আর বিজেপিতে যোগদানের পর যেন সেই সকল কবিতায় আরও ক্ষুরধার আক্রমণ যোগ হচ্ছে। এই কবিতাতেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন। বলতে শোনা যাচ্ছে, “ভাইপো ভাইজি ও দল চালায়, দিদি হাতের পুতুল। সবার দিদি ছিলেন যিনি,পাল্টে উনি পিসি।”
এখানেই শেষ নয়, এর পাশাপাশি তিনি এই কবিতায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একাধিক প্রশ্ন উত্থাপন করেছেন। দীর্ঘ সাড়ে সাত মিনিটের এই কবিতা পাঠে রয়েছে, “স্থানীয় নেতারা ঘুষ নিতে ছাড়েনা, আমফানের ত্রিপল চুরি হয়েছে কিন্তু কোনো নেতাই জেলে যায়নি তবে কি দিদিও ওদের দলে?”
[aaroporuntag]
তবে শুধু তৃণমূল নয়, পাশাপাশি কবিতায় তিনি বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটকেও ছেড়ে কথা বলেননি। কবিতায় ফুটে ওঠা তার কথায়, “৩৪ বছর লালকে দিলাম, সবুজকে ১০ সাল, দেখাই যাক না গেরুয়াকে বদলায় কিনা হাল। পাল্টে গেলাম আজকে আমি বুঝে নেব কোনটা খাঁটি, কোনটা ছিল মেকি।”