BJP vs TMC West Bengal: বাংলাতেও বিজেপির কাছে পাত্তা পাবে না তৃণমূল, ৪২ আসনের কে কোথায় জিততে পারে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একদিন পার করলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। প্রথম দফা নির্বাচনে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গেরও একাধিক কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ১৮টি আসন নিজেদের ঝুলিতে পড়তে সক্ষম হয়েছিল। তবে এই বছর গত লোকসভা নির্বাচনের থেকেও ভালো ফলাফল হবে বলে জানাচ্ছে একাধিক সমীক্ষাকারী সংস্থা থেকে শুরু করে রাজনীতিকরা। মনে করা হচ্ছে তৃণমূল যতই চেষ্টা করুক বিজেপির (BJP vs TMC West Bengal) কাছে পাত্তা পাবে না নিজেদেরই রাজ্যে।

Advertisements

সম্প্রতি ইন্ডিয়া টুডে একটি জনমত সমীক্ষা প্রকাশ করেছে, যে জনমত সমীক্ষায় দাবি করা হচ্ছে, বিজেপি পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে ২৩টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে তৃণমূল জিততে পারে ১৯টি আসনে। বাকি উল্লেখযোগ্য রাজনৈতিক দল অর্থাৎ কংগ্রেস অথবা বামেদের ঝুলিতে কোন আসন নাও যেতে পারে। চলুন এবার দেখে নেওয়া যাক এই সমীক্ষায় কোন কোন কেন্দ্রে কোন রাজনৈতিক দল জয়লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisements

সমীক্ষায় মনে করা হচ্ছে এবার তৃণমূল বাংলার যে সকল কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে সেই সকল কেন্দ্রগুলি হল দমদম, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, ব্যারাকপুর, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ঝাড়গ্রাম, বোলপুর এবং বীরভূম। বাংলার মোট ১৯টি কেন্দ্রে তারা জয় লাভ করতে পারে।

Advertisements

আরও পড়ুন ? Israel-Iran Conflict: বন্ধুত্ব অতীত হয় এক মুহূর্তে! কীভাবে শত্রু দেশে পরিণত হল ইজরায়েল-ইরান

অন্যদিকে পশ্চিমবঙ্গের যে ২৩টি আসনে বিজেপি জয়লাভ করতে পারে বলে সমীক্ষায় মনে করা হচ্ছে সেই সকল কেন্দ্রগুলি হল বারাসত, কৃষ্ণনগর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাওঁ, হুগলি, আরামবাগ, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল।

যদি ইন্ডিয়া টুডের এই সমীক্ষার ফলাফল বাস্তব রূপ পায় তাহলে তৃণমূলের তারকা প্রার্থী হিসাবে শত্রুঘ্ন সিনহা, রচনা ব্যানার্জি, কীর্তি আজাদের মত প্রার্থীদের হারের মুখ দেখার পাশাপাশি হারের মুখ দেখবেন মহুয়া মৈত্র, দেবাংশু ভট্টাচার্যের মত জনপ্রিয় প্রার্থীরাও। এছাড়াও আরও জনপ্রিয় বেশ কিছু মুখ যারা জয়লাভ করতে পারেন বলেই প্রথম থেকে ধরা হচ্ছে তারাও পরাজয়ের মুখ দেখতে পারেন। তবে সমীক্ষার ফলাফল বাস্তব রূপ পায় কিনা তার জন্য তাকিয়ে থাকতে হবে ৪ জুনের দিকে।

Advertisements