‘দাদা ভর্তি হয়েছে’, অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি হতেই গান বাঁধল বিজেপি

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডের মামলায় ফের সিবিআইয়ের তলব এড়াতে দেখা গেল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। আদালতের রক্ষাকবজ হারিয়ে পঞ্চম বারের ডাক ছিল বুধবার। এইবার তিনি নিজাম প্যালেসে হাজিরা দেবেন এমনটাই মনে করা হচ্ছিল। যদিও সেই মনে করার সমাপ্তি ঘটে হঠাৎ যখন তার গাড়ি নিজাম প্যালেসের পরিবর্তে পৌঁছে যায় এসএসকেএম হাসপাতালে।

অন্যদিকে অনুব্রত মণ্ডলের এইভাবে হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার পরিপ্রেক্ষিতে গান বাঁধতে দেখা গেল বিজেপিকে। বিজেপির বিধায়করা এই ঘটনাকে নিয়ে গান বাঁধেন, অন্যদিকে আবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ঢাক বাজিয়েছেন। শুধু তাই নয় অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই একের পর এক খোঁজা শুরু হয় বিজেপি নেতাদের।

অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে নিয়ে গান বেঁধেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেই গান গাওয়ার সময় হাততালি দিয়ে তার সঙ্গ দেন অন্যান্য বেশ কয়েকজন বিজেপির বিধায়ক এবং নেতৃত্তের একাংশ। গানের কথাই আপাদমস্তক অনুব্রত মণ্ডলকে টেনে নেওয়া আসা হয়। সেই গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিজেপি বিধায়ক অসীম সরকারের বাঁধা গানের কথা ঠিক এইরকম, ‘দাদা ভর্তি হয়েছে, সিবিআইএর কথা শুনে শ্বাসকষ্ট বেড়েছে।দিদি আর দাদা মিলে আগেই করল গেম। ভয় নাই রে কেষ্ট, ওই দেখ আছে এসএসকেএম। দাদা, ভাইপো দুজনে সেম…। দাদা ভর্তি হয়েছে… দাদা ভর্তি হয়েছে।’

অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তি হওয়ার পর এইরকম গান বাঁধার পর অনেকটাই অস্বস্তিতে শাসকদল তৃণমূল। তবে এই তৃণমূলের নেতারা পাল্টা জানিয়েছেন, ‘সিবিআই তলব মানেই হলো রাজনৈতিক অভিসন্ধি। দাদা অনেকদিন ধরেই অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি, তার সুস্থতা কামনা করি।’