নিজস্ব প্রতিবেদন : করোনা এবার থাবা বসালো রাজ্য বিজেপির শীর্ষ স্তরে। করোনায় আক্রান্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর করোনার রিপোর্ট আসার পরেই তাকে ভর্তি করা হয় সল্টলেকের আমরি হাসপাতালে। কিন্তু বর্তমানে কেমন রয়েছেন বিজেপির এই রাজ্য সভাপতি?
করোনা আক্রান্ত হলেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল। সামান্য উপসর্গ থাকলেও কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি তাকে। এমনটাই জানা গিয়েছে আমরি হাসপাতাল সূত্রে।
দিন কয়েক ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। তারপর থেকেই তিনি সিদ্ধান্ত নিয়ে হোম আইসোলেশনে চলে যান। এযাবত কয়েকদিন ধরে তাকে কোনো রকম দলীয় কর্মসূচি অথবা বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। তার মাঝেই তার করোনা পরীক্ষা হয়। তবে প্রথম দফায় রিপোর্ট নেগেটিভ এসেছিল বলেও জানা যায়।
এরপর ধীরে ধীরে শুক্রবার তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎ করে আবার জ্বর আসে এবং অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পরেই তাকে আমরি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। তবে গতকাল সন্ধ্যার পর তার জ্বর কমে গেছে এবং বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলেও জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।