বিজেপি ক্ষমতায় এলে স্কুটি, অনুব্রতর রাজনীতির সময়সীমা বেঁধে দিলেন সৌমিত্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১১ সালে পশ্চিমবঙ্গের শাসনে তৃণমূল সরকার আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। যে উদ্যোগ তিনি সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত করেন। আর এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রতিশ্রুতি, বিজেপি সরকার এলে স্কুটি দেওয়া হবে।

Advertisements

Advertisements

বুধবার বর্ধমানের খণ্ডঘোষের বেড়ুগ্রামের একটি জনসভায় এমনই প্রতিশ্রুতি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, “রাজ্য সরকার ভোটের আগে একটা করে ট্যাব দিচ্ছে। আমরা ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে চাকরি দেবো। রাজ্যে কেউ বেকার থাকবে না। ক্ষমতায় এলে সাইকেলের পরিবর্তে স্কুটি দেওয়া”

Advertisements

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতীক বলেন। তিনি সততার প্রতীক হলে সাদা শাড়ি, হাওয়াই চপ্পলের সাথে হাতে কেন দেড় লক্ষ টাকা দামের আইফোন!” পাশাপাশি তিনি দাবি করেন মুখ্যমন্ত্রীর চশমার দাম ৭০ হাজার টাকা।

পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এবং অনুব্রত মণ্ডলের রাজনৈতিক সময়সীমা বেঁধে দেন। তিনি ব্যঙ্গ করে বলেন, “তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ফুল একটি ফুল অভিষেক এবং অন্যটি ফিরহাদ হাকিম।”

অন্যদিকে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে সৌমিত্র খাঁ এদিন সভা মঞ্চ থেকে বলেন, “অনুব্রত মণ্ডল আর ১৫ দিন ভালো করে রাজনীতি করতে পারবেন। তারপর এলাকার মানুষ আর তাকে রাজনীতি করতে দেবে না।” অনুব্রত মণ্ডল প্রসঙ্গে সৌমিত্র খাঁয়ের এখানে মন্তব্য নিয়ে সরগরম রাজনৈতিক মহল। যদিও সৌমিত্র নিজে এই দাবির মধ্যে দিয়ে কি ইঙ্গিত দিলেন তা খোলাসা করেননি।

Advertisements