BJP Mocks INDIA: ‘বিয়ের পাত্রই এখনও ঠিক হয়নি’! INDIA জোটকে নিয়ে বিজেপির ভিডিও দেখে হাসিররোল সোশ্যাল মিডিয়ায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

BJP’s campaign advertisement mocks INDIA alliance: সামনে আসন্ন লোকসভা নির্বাচন। এই ভোট ই ঠিক করে দেবে আগামী পাঁচ বছর কে থাকবে গদিতে। তাই, বিভিন্ন দলের নেতাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রার্থী নির্বাচন থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজ তাই নিয়ে ব্যস্ত বিভিন্ন দল। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন কেন্দ্রের ভোট প্রচার। আজকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এমন একটি নির্বাচন সংক্রান্ত বিজ্ঞাপনের কথা, যার সত্যিই হাস্যকর (BJP Mocks INDIA)। INDIA জোটকে ব্যঙ্গ করার জন্য বিজেপির এই বিজ্ঞাপন অবাক করার মতো।

Advertisements

লোকসভা ভোট এগিয়ে আসার পাশাপাশি ভোট সংক্রান্ত পারদ ক্রমশ চড়া হতে চলেছে। শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠছে ক্রমশ। বিভিন্ন দল একে অপরকে আক্রমণ করতে ছাড়ছে না এই নির্বাচন প্রসঙ্গে। তারা বিভিন্ন ইস্যুতে ক্রমাগত আক্রমণ করছে একে অপরকে। আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী জোট (BJP Mocks INDIA), ইন্ডিয়াকে নতুনভাবে আক্রমণ করল বিজেপি। আশা করি এই ব্যাঙ্গাত্মক ভিডিয়ো পোস্ট করে ইন্ডিয়া জোটের ভিতরের টানাপোড়েনকে ব্যঙ্গ করেছে বিজেপি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হচ্ছে।

Advertisements

এই ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করা হয়েছে গত ২৬ মার্চ বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেল থেকে। ইন্ডিয়া জোটের সদস্যরা “ইন্ডিয়া অ্যালায়েন্স মে ফাইট, মেইন হি দুলহা হু রাইট” শীর্ষক ২ মিনিট দীর্ঘ এই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাত্রী দেখতে গিয়েছে ইন্ডিয়া জোটের সদস্যরা। ভিডিওতে দেখা যাবে এক ব্যক্তি নিজেকে পাত্র হিসাবে দাবি করেন। অনেকের ধারণা ওই ব্যক্তিকে হয়তো রাহুল গান্ধী হিসাবে চরিত্রায়ন করেছে বিজেপি।

Advertisements

আরও পড়ুন ? PM Shri School: বদলে যাবে পঠন-পাঠন পদ্ধতি, চালু হবে পিএমশ্রী স্কুল! পরিকাঠামো দেখে লজ্জা পাবে হাজার হাজার প্রাইভেট স্কুল

এছাড়াও এই ব্যাঙ্গাত্মক ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সনিয়া গান্ধী, তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদব থেকে অরবিন্দ কেজরীবালের মতো চরিত্রকেও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এমন একজন ব্যক্তিকে পাত্র হিসেবে দেখানো হয়েছে যাকে দেখতে রাহুল গান্ধীর মত। বাকিরা চেঁচিয়ে বলছেন, পাত্র এখনও ঠিক হয়নি। তাই নিয়েই যত বিপত্তি।

বিজেপির কটাক্ষ করার (BJP Mocks INDIA) সবথেকে বড় কারণ হলো বিরোধী জোট ইন্ডিয়ার কোনও মুখ নেই। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির অর্থাৎ বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো কোন ক্ষমতা নেই বিরোধী জোটের। ভিডিওতেও এই কথাটি বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে।

Advertisements