ভূমিহারাদের চাকরিতেও দুর্নীতি! ৫-৬ লক্ষ টাকায় চাকরি বিক্রি করে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন : ১৯৯৫-৯৬ সালে বীরভূমে সদাইপুর থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে তৈরি হয় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। এই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার সময় স্থানীয় জমির মালিকদের থেকে সরকার জমি অধিগ্রহণ করে। জমি অধিগ্রহণ নীতি অনুসারে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি ভূমিহারাদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। ভূমিহারাদের এই দাবির পাশাপাশি তাদের অভিযোগ এখনো সেই চাকরি অনেক ভূমিহারা পরিবারের সদস্যরা পাননি। জেলায় এই সংখ্যা শতাধিক। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভে শামিল হন এই ভূমিহারারা।

তবে প্রশ্ন হল এই সকল ভূমিহারাদের চাকরি কোথায় গেল? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভূমিহারাদের তরফ থেকে দাবি করা হয়েছে, বছরের পর বছর ধরে তারা চাকরির জন্য আন্দোলন চালালেও তারা চাকরি পান নি। তাদের চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে। পাঁচ থেকে ছয় লক্ষ টাকার বিনিময়ে তাদের চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে।

কে এই চাকরি বিক্রি করে দিলেন? এর উত্তরে তাদের তরফ থেকে জানানো হয়, এলাকার তৃণমূল ব্লক সভাপতি তথা তাপবিদ্যুতের কো-অপারেটিভের সভাপতি ভোলানাথ মিত্র এই চাকরি বিক্রি করে দিয়েছেন।

এর পাশাপাশি তাদের তরফ থেকে এই অভিযোগও করা হয়, এখন তারা চাকরি চাইতে গেলে বলা হচ্ছে পরীক্ষা দিয়ে চাকরি নিতে হবে। এর পরিপ্রেক্ষিতে তাদের প্রশ্ন, তাহলে কিভাবে ডেউচা পাঁচামি এলাকায় জমি দান করেই চাকরি পাচ্ছেন সেখানকার জমি দাতারা!

অন্যদিকে চাকরি বিক্রি করে দেওয়ার পরিপ্রেক্ষিতে ভোলানাথ মিত্রের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোলানাথ মিত্র জানিয়েছেন, “আমার বিরুদ্ধে অভিযোগ করলে তো আর আমার কিছু করার নেই। অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। ভূমিহারারা চাকরি না পেলে বিক্ষোভ করতেই পারেন।”