Blue Road in Burdwan: ফিকে হলো রাস্তার নীল রং, বর্ধমানের প্লাস্টিকের রাস্তা খেল দেখালো দেড় বছরে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Blue Road in Bardhaman: যে রাস্তা কখনো নজির স্থাপন করেছিল আজ তার অবস্থা অবাক করছে সকলকে। দেড় বছরের মাথায় বর্ধমানের নীল রাস্তার বেহাল অবস্থা সামনে আসল সকলের। ফিকে হয়ে গেছে রাস্তার রং এবং সামনে আসছে প্রশাসনের গাফিলতি। রাস্তার একাধিক জায়গার বর্তমানে কঙ্কালসার অবস্থা। রাস্তার ধার ভেঙে গিয়েছে এবং পূর্ব বর্ধমান জেলার যে রাস্তা রাজ্যে নজির তৈরি করেছিল, সেখানকার অবস্থা চোখে জল আনার মত।

Advertisements

আরো পড়ুন: নতুন বছরে কলকাতা পেতে চলেছে এক নতুন উপহার, শুরু হবে ইয়েলো লাইন

উন্নতমানের রাস্তা নির্মাণ করা হয়েছিল রায়না-২ ব্লকের একলক্ষ্মী টোল প্লাজা থেকে রাউতারা সেতু পর্যন্ত। রাস্তাটির রং করা হয়েছিল নীল (Blue Road in Burdwan)। উচালন গ্রাম পঞ্চায়েতের তৈরি এই রাস্তায় ব্যবহার করা হয়েছিল কাঁচামাল হিসেবে বিটুমিন, পাথরের ব্যবহার হয়েছে বাতিল প্লাস্টিক। পাশাপাশি রাস্তার রঙ নীল করাতে যেন আলাদাই রূপ খুলে ছিল।

Advertisements

এত কিছুর পরেও রাস্তার অবস্থা সত্যিই শোচনীয়, দুটি বর্ষা পেরোতে না পেরোতেই বেহাল দশা হয়েছে বর্ধমানের এই রাস্তার। সরেজমিনে গিয়ে দেখা গেল, রাস্তার অবস্থা বেশ খারাপ। গ্রামবাসীরা বলছেন, নীল রাস্তার (Blue Road in Burdwan) অবস্থা দেখলে সত্যিই অবাক হতে হয়। দুটি বর্ষা পেরোতেই বেরিয়ে গেছে এর আসল রূপ। রাস্তা আরও বেহাল দশা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Advertisements

আরো পড়ুন: এবার হুস করে চলে যাওয়া যাবে দীঘায়, নতুন বাইপাস নিয়ে বৈঠক রাষ্ট্রের

২০২৩ সালে নির্মাণ করা হয়েছিল একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই নীল রঙের রাস্তা। এই রাস্তার উদ্বোধন করেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই রাস্তা দেখার জন্য ভিড় জমিয়েছিল। এই রাস্তা নির্মাণ করার পিছনে খরচ হয়ে গেছে প্রায় লক্ষাধিক টাকা।

রায়না-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিনের মন্তব্য করেছেন যে, রাস্তা মোটেই খারাপ হয়নি বরং এই রাস্তার উপর চাপ রয়েছে অতিরিক্ত যানবাহনের। বাঁকুড়ার সঙ্গে পূর্ব বর্ধমানের (Blue Road in Burdwan) যোগ থাকার ফলে স্বাভাবিকভাবেই এই রাস্তার উপর বড় বড় লরি চাপ রয়েছে। এছাড়া বর্ষার ফলে রাস্তার অবস্থা খারাপ হয়েছে কিন্তু রাস্তা মেরামতের কাজও হবে। রায়না-২ ব্লকের বিডিও অনিশা যশ বিষয়টি সম্পর্কে বলেন, রাস্তার অবস্থা খারাপ হয়েছে বিষয়টি অবশ্যই দেখা হবে। প্রয়োজনে রিপোর্ট দিতে বলা হবে। বিষয়টি নিয়ে আলোচনা করা হবে শীঘ্রই।

Advertisements