Madhyamik Admit Card Distribution: ফেব্রুয়ারী মাসের শুরুর দিকেই শুরু হবে ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তবে এখনও পর্যন্ত শিক্ষার্থীদের হাতে আসেনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কবে আসবে? জানা যাচ্ছে চলতি মাসেই দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পর্ষদ জানিয়ে দিলো দিনক্ষণ। জানা যাচ্ছে আগামী ৩০শে জানুয়ারি পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলোর হতে তুলে দেওয়া হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড। একইসাথে পর্ষদ পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ছুটি নিয়েও জারি করেছে বিজ্ঞপ্তি।
আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে আগামী ২২শে ফেব্রুয়ারি। এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে চলতি মাসের ৩০ তারিখ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের প্রতিটি ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে (Madhyamik Admit Card Distribution)। ওইদিন সমস্ত বিদ্যালয়ের প্রতিনিধিকে ওই সময়ের মধ্যে হাজির হয়ে অ্যাডমিট কার্ডগুলি সংগ্রহ করে নিতে হবে। আবার অ্যাডমিট কার্ডে কোনো ভুল থাকলে সেটি সংশোধনের জন্য আগামী ৬ই ফেব্রুয়ারীর মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিসে জমা দিতে হবে।
এছাড়াও কিছু বিষয়ে নির্দেশিকা জারি করেছে পর্ষদ,সেগুলো হলো:
- কোনও শিক্ষক বা শিক্ষাক্রমের সন্তান মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষার্থী হলে ওই কর্মী ছুটি পাবেন। চাইল্ড কেয়ার লিভের আওতায় এই ছুটি পাবেন।
- মাধ্যমিক চলাকালীন এই ধরনের কোনো ছুটির প্রয়োজন হলে উপযুক্ত নথি সহ আবেদন করতে হবে।
- পরীক্ষা শুরুর কমপক্ষে ৩ সপ্তাহ আগে এই আবেদন সম্পন্ন করতে হবে। যাতে শিক্ষা কর্মীর অভাব পূরণের যথাযত সুযোগ পাওয়া যায়।
- এই ছুটি মঞ্জুর করতে পর্ষদের অনুমতির প্রয়োজন নেই। ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
- মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Admit Card Distribution) চলাকালীন যদি অতিরিক্ত শিক্ষক বা শিক্ষাকর্মী প্রয়োজন পড়ে তবে তা সংশ্লিষ্ট বিদ্যালয়কে D.I কে জানাতে হবে। এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পড়েনি এমন বিদ্যালয় থেকে শিক্ষক বা শিক্ষাকর্মীদের দায়িত্ব দেওয়া যেতে পারে।
- যেসব শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান মাধ্যমিক (Madhyamik Admit Card Distribution) পরীক্ষার্থী তারা ছুটি না নিয়ে যদি মাধ্যমিক পরীক্ষার দায়িত্ব পালন করেন তবে সেক্ষেত্রে স্ট্রং রুমে প্রবেশ, প্রশ্ন খোলা বা পরীক্ষা পরিচালনা করার দায়িত্ব তার উপর দেওয়া যাবে না।
চলুন দেখে নিই মাধ্যমিক পরীক্ষার সূচি:
প্রথম ভাষাঃ- ১০ই ফেব্রুয়ারী
দ্বিতীয় ভাষাঃ- ১১ই ফেব্রুয়ারী
অঙ্কঃ- ১৫ই ফেব্রুয়ারী
ইতিহাসঃ- ১৭ই ফেব্রুয়ারী
ভূগোলঃ- ১৮ই ফেব্রুয়ারী
জীবন বিজ্ঞানঃ- ১৯শে ফেব্রুয়ারী
ভৌত বিজ্ঞানঃ- ২০শে ফেব্রুয়ারী
ঐচ্ছিক বিষয়ঃ- ২২শে ফেব্রুয়ারী