জন্ম ও কর্মভূমি মুম্বই হলেও গোবিন্দার সঙ্গে বাংলার রয়েছে এই যোগ

নিজস্ব প্রতিবেদন : বলিউডের হিরো নম্বর ওয়ান গোবিন্দার জন্মভূমি এবং কর্মভূমি মুম্বই। তবে এটা জানলে অবাক হবেন, বলিউডের এই হিরোর খাস যোগ রয়েছে বাংলার সঙ্গে। এমনিতেই বিবাহসূত্রে অথবা অন্য কোনো কারণে বলিউডের বহু তারকাদের যোগ রয়েছে বাংলার সঙ্গে। কিন্তু গোবিন্দার বিষয়টি সম্পূর্ণ আলাদা।

বাংলার সঙ্গে গোবিন্দার এই যোগ রয়েছে মূলত তার স্ত্রীর কারণে। তার স্ত্রী সুনিতার মামার বাড়ি পাহাড়ে। আর এই পাহাড়ের টানে মহানগরীর ইঁদুর দৌড় থেকে মুক্তি পেতে বছরে অন্ততপক্ষে একবার গোবিন্দা সস্ত্রীক ছুটে আসেন পাহাড়ে এবং বেশ কিছু সময় সেখানেই কাটিয়ে যান। শুধু তাই নয়, এর পাশাপাশি গোবিন্দার দার্জিলিঙে রয়েছে নিজস্ব বাড়ি। এরই নিজের বাড়িতেই বছরে অন্ততপক্ষে একবার আসেন সস্ত্রীক গোবিন্দা।

গত রবিবার বলিউড এই তারকা তিন দিনের জন্য ছুটিতে এসেছিলেন দার্জিলিং। প্রতিবারের মত এবারেও পাহাড়ে গোবিন্দার আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল আলাদা উৎসাহ-উদ্দীপনা। গোবিন্দার প্রথা অনুযায়ী, ‘পত্নিজি এখানকার, তাই বরাবার একটু বেশিই আদর-যত্ন পাই সবার কাছ থেকে’।

অন্যদিকে বলিউড এই তারকাকে দেখে স্থানীয়দের মধ্যে সেলফি থেকে শুরু করে কথা বলা সহ নানান আবদারের শেষ নেই স্থানীয়দের মধ্যে। আবার এই সকল স্থানীয়দের আবদার হাসিমুখে পূরণ করতে দেখা যায় বলিউড এই তারকাকে। তিনি কাউকে হতাশ করেন না বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। তিনি যখনই দার্জিলিঙে আসেন তখন নির্দিষ্ট একটি সময়ে বাড়ির বাইরে বের হন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন ও স্থানীয়দের আবদার পূরণ করেন।

স্থানীয়দের দাবি, তারকা সুলভ আচরণ নেই বলিউড এই তারকা গোবিন্দার মধ্যে। তিনি দার্জিলিঙে এলেই সাধারণ মানুষদের সঙ্গে সাধারণ মানুষের মতো মিশে যান। পাহাড়কে তিনি একান্ত আপন মনে করেন। অন্যদিকে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত তার হাতে কোন ছবি নেই। তবে ভালো চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, আপাতত তিনি রাজনীতি থেকে দূরে সরে থাকতে চান। তার সঙ্গে বর্তমানে প্রতিটি রাজনৈতিক দলের সুসম্পর্ক রয়েছে।