এবার স্যাট করে বোলপুর থেকে যাওয়া যাবে দীঘা, নতুন বাস উপহার দিল SBSTC

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে, সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হলো দীঘা (Digha)। বছরের বিভিন্ন সময় রাজ্য, দেশ এবং বিদেশ থেকেও পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম হয়। ঠিক সেই রকমই প্রায় প্রতিদিনই বীরভূমের (Birbhum) মতো জেলা থেকেও দীঘার সমুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা। এবার বীরভূম থেকে যারা দীঘা যেতে চান তাদের জন্য সুখবর দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC)।

এমনিতে বীরভূমের মতো জেলা থেকে সরাসরি দীঘা যাওয়ার বাস অথবা ট্রেনের সংখ্যা খুব সীমিত। সোজা দীঘা যাওয়ার জন্য মালদা টাউন দীঘা এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে। সে ট্রেনটি সপ্তাহে একদিন চলে। বৃহস্পতিবার ওই ট্রেনটি মালদা টাউন থেকে দীঘা যাওয়ার পথে রামপুরহাট এবং সিউড়ি রেল স্টেশনে স্টপেজ দেয়। এছাড়া দীঘা যাওয়ার জন্য মোটামুটি ভাবে হাওড়া অথবা সাঁতরাগাছি পৌঁছাতে হয় এবং সেখান থেকে ট্রেন ধরতে হয়।

এমন পরিস্থিতিতে যাতায়াতের সময়ের থেকে অনেক বেশি সময় নষ্ট হয় পর্যটকদের। তবে এবার এই পরিস্থিতি থেকে পর্যটকদের উদ্ধার করতে চালু হচ্ছে বোলপুর থেকে দীঘা (Bolpur to Digha) সরাসরি বাস পরিষেবা। বোলপুর থেকে সোজা দীঘা বাস পরিষেবা শুরু হবে গান্ধী জয়ন্তীর দিন থেকে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে জামবুনি বাসস্ট্যান্ড থেকে এই পরিষেবা রোজ পর্যটকদের দেওয়া হবে বলে জানা গিয়েছে।

নতুন এই বাস পরিষেবায় আপাতত ৫৪ সিটের একটি নন এসি সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে এসবিএসটিসি। আগামী দিনে একটি এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। যেহেতু এই রুটে কোন সরকারি বাস ছিল না, তাই এমন সরকারি বাসের ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে রাজ্যের বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিকে কেন্দ্র করে নতুন নতুন বাস পরিষেবার বন্দোবস্ত করা হচ্ছে। ঠিক সেই রকমই বোলপুর থেকে দীঘা পর্যন্ত বাস পরিষেবা চালু করার ঘোষণা করা হলো। নতুন এই বাসটি প্রতিদিন বোলপুর থেকে দীঘা যাবে এবং দীঘা থেকে পুনরায় বোলপুর ফিরে আসবে। এক্ষেত্রে বোলপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা দীঘা যাওয়ার আসার ক্ষেত্রে ব্যাপক সুবিধা পাবেন।