বোমাবাজি! দ্বিতীয় দফা ভোট থেকেই রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে বীরভূমে

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে অষ্টম দফা ভোটের অন্তিম দফায় রয়েছে বীরভূমের ভোট গ্রহণ। তবে এরই মাঝে দ্বিতীয় দফার ভোটের দিন থেকেই বীরভূমের একাধিক এলাকায় রাজনৈতিক তাপমাত্রার পারদ চড়তে শুরু করলো। নানুর, হাঁসন সহ একাধিক এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার মধ্যরাতে বোমাবাজির অভিযোগ ওঠে নানুরের বেলুটি গ্রামের এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে। বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পর এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

আক্রান্ত বিজেপি কর্মী রাম হাজরার অভিযোগ, আমাদের বারবার বিজেপি করতে নিষিদ্ধ করা হয়েছিল এলাকায়। আর সেই নিষেধ না শোনার কারণে গতরাতে ১:৪৫ নাগাদ বোমাবাজি করে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এবং একটি চালা ঘরে আগুন লাগিয়ে চলে যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।

[aaroporuntag]
অন্যদিকে একই ভাবে হাঁসন বিধানসভা এলাকায় জোঘাড় গ্রামে বিজেপির একটি দলীয় অফিস লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় বিজেপির জেলা সম্পাদক অতনু চ্যাটার্জির নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয় এবং ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবি করা হয়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।