মোটরবাইক চালানোর সময় এই নিয়মগুলি না মানলে হতে পারে ২৩,০০০ টাকা জরিমানা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে প্রতিদিন বেড়ে চলেছে যানবাহনের সংখ্যা। যানবাহনের এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেড়েছে দুর্ঘটনার সংখ্যাও। এমন পরিস্থিতিতে মোটর ভেহিকেল আইনে বেশ কিছু সংশোধন আনা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকারের তরফ থেকে আনা এই সংশোধনী মোটর ভেহিকেল আইনে যাত্রীদের পথ নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে।

Advertisements

এই আইনে যেমন যাত্রীদের পথ নিরাপত্তার দিকে জোর দেওয়া হয়েছে ঠিক তেমনি আবার যাতে কঠোরভাবে এই আইন লাগু করা যায় সেই জন্য জরিমানার পরিমাণ আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। যেখানে আগে ১০০ টাকা জরিমানা দিয়ে নিয়ম ভঙ্গকারীরা ছাড় পেয়ে যেতেন সেই জায়গায় এখন তাদের গুনতে হচ্ছে ১০০০ টাকা।

Advertisements

এই নতুন সংশোধনী আইন অনুযায়ী যদি কোন স্কুটি অথবা মোটর বাইক চালক বিভিন্ন নিয়ম ভঙ্গ করে থাকেন তাহলে তার মোট জরিমানার পরিমাণ হতে পারে ২৩ হাজার টাকা। বিষয়টি ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। যেমন ড্রাইভিং লাইসেন্স ছাড়া স্কুটি অথবা মোটর বাইক চালালে জরিমানা দিতে হবে পাঁচ হাজার টাকা। হেলমেট না পরলে জরিমানা দিতে হবে ১০০০ টাকা।

Advertisements

একইভাবে যদি কোন মোটরবাইক অথবা স্কুটির বিমা না থাকে তাহলে তাকে জরিমানা দিতে হবে ২০০০ টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যদি এয়ার পলিউশনের মান ভঙ্গ করা হয় তাহলে জরিমানা গুনতে হবে ১০০০০ টাকা।

এছাড়াও এর সঙ্গে আরও কিছু নিয়ম রয়েছে যেগুলি মানতে হবে যেমন ট্রাফিক আইন ইত্যাদি। সবকিছু মিলিয়ে মোট জরিমানার পরিমাণ হতে পারে ২৩০০০ টাকা।

Advertisements