মাধ্যমিক পাশ হলেই স্পোর্টস কোটায় BSF-এ চাকরির সুযোগ, রইলো খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে থাকে অধিকাংশ যুবক-যুবতীর মধ্যেই। তবে অনেকেই মেধাবী না হওয়ার দরুন এই স্বপ্ন পূরণ থেকে দূরে সরে যান। আবার অনেকেই মেধাবী না হয়েও খেলাধুলায় খুব ভালো। সেই সকল খেলাধুলায় ভালো যুবক যুবতীদের সামনে এবার সরকারি চাকরির সহ দেশসেবার সুযোগ এসেছে। স্পোর্টস কোটায় বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ BSF-এ নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, স্পোর্টস কোটায় ২৬৯ জনকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ দিন হল ২২ সেপ্টেম্বর।

যোগ্যতা হিসেবে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীকে যেকোনো ধরনের খেলায় দক্ষ হতে হবে। রাজ্য অথবা জাতীয় স্তরে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি শারীরিক মাপজোকের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে।

১ আগস্ট ২০২১-এর হিসাব অনুযায়ী এই সকল পদে সেই সকল প্রার্থীর আবেদন করতে পারবেন যাদের বয়স সর্বোচ্চ ২৩ বছর। তবে সরকারি চাকরির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

Recruitment of Meritorious Sportspersons

ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এই সকল শূন্যপদে নিয়োগের জন্য আরো বিস্তারিত জানতে পারবেন https://bsf.gov.in/Home ওয়েবসাইটে। এছাড়াও আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://rectt.bsf.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমেই।