BSNL 84 Days Recharge: প্রতিদিন ৩ জিবি ডেটা, ৮৪ দিনের ভ্যালিডিটি, BSNL দিচ্ছে সবচেয়ে সস্তায় বড় সুবিধা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল টেলিকম সংস্থা পরিষেবা দিচ্ছে তাদের মধ্যে BSNL সবসময় খরচের দিক দিয়ে সস্তা। আগেও বিএসএনএল খরচের দিক দিয়ে অন্যান্য সমস্ত টেলিকম সংস্থার থেকে সস্তা ছিল আর এবার যখন অন্যান্য টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের (Mobile Recharge) দাম বৃদ্ধি করেছে তখন তা অনেক বেশি সস্তা হয়ে গিয়েছে।

বিএসএনএল প্রযুক্তিগত দিক দিয়ে জিও ও এয়ারটেলের মত টেলিকম সংস্থার ধারে কাছে পৌঁছাতে না পারলেও কিন্তু তারা মোটেই পিছিয়ে থাকতে চায় না। ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তারা এখনো পর্যন্ত দেশজুড়ে ১০ হাজার 4G টাওয়ার ইন্সটল করতে সক্ষম হয়েছে। খুব তাড়াতাড়ি এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা হবে।

দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থা যখন তাদের রিচার্জ প্ল্যানের দাম ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে, সেই সময় বিএসএনএল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে মূলত সস্তায় পরিষেবা দেওয়ার নিরিখে। বর্তমানে বিএসএনএল ৮৪ দিনের ভ্যালিডিটি রিচার্জের (BSNL 84 Days Recharge) ক্ষেত্রে যে টাকা নিচ্ছে তা অন্য কোন টেলিকম সংস্থা দিতে পারছে না। শুধু ৮৪ দিনের ভ্যালিডিটি নয়, এর পাশাপাশি সংস্থার তরফ থেকে প্রতিদিন ৩ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন 👉 BSNL Free Data Offer: অফারের পর অফার দিচ্ছে BSNL! এবার Jio, Airtel, Vi-এর গ্রাহক টানতে ফ্রিতে ডেটার ঘোষণা

বিএসএনএল-এর ৮৪ দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন ৩ জিবি করে ডেটা দেওয়ার যে প্ল্যানটি রয়েছে তার জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ৫৯৯ টাকা। ৫৯৯ টাকা রিচার্জ করলে গ্রাহকরা ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন এবং প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়ার পাশাপাশি পাবেন প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এছাড়াও সংস্থার তরফ থেকে বিভিন্ন ধরনের গেমস সাবস্ক্রিপশন দেওয়ার পাশাপাশি জিং মিউজিক, ওয়াও এন্টারটেইনমেন্ট এবং বিএসএনএল টিউন্স সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে ৮৪ দিনের জন্য।

এক্ষেত্রে যে সকল জিও গ্রাহকরা রয়েছেন তারা যদি একই ধরনের সুবিধা পেতে চান তাহলে তাদের খরচ করতে হবে ১১৯৯ টাকা। অর্থাৎ বিএসএনএল গ্রাহকদের ৬০০ টাকা কম খরচ হবে। যদিও জিও ১১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে 4G এবং 5G দুই ধরনের পরিষেবায় দিচ্ছে। এবার যদি এয়ারটেলের প্রসঙ্গে আসা যায় তাহলে ওই একই সুবিধা পেতে এয়ারটেল গ্রাহকদের প্রতি ২৮ দিনের জন্য খরচ করতে হবে ৪৪৯ টাকা। তাদের ৮৪ দিনের জন্য এই ধরনের কোন রিচার্জ প্ল্যান নেই।