নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগে মানুষের বিনোদনের জায়গা হয়ে দাঁড়িয়েছে OTT প্ল্যাটফর্ম। OTT প্ল্যাটফর্ম ছাড়া এখন আর কারো চলে না বললেই চলে। আগে যেখানে অবসর সময় কাটানোর জন্য মানুষ টিভির দিকে তাকিয়ে থাকতেন সেই জায়গা এখন দখল করে ফেলেছে এই সকল ওটিটি প্ল্যাটফর্ম। বিনোদনের অফুরন্ত ভান্ডার, সময় অনুযায়ী নিজেদের চাহিদা মত বিভিন্ন ওয়েব সিরিজ অথবা সিরিয়াল দেখার সুযোগ করে দেওয়ার পরিপ্রেক্ষিতেই এই সকল প্লাটফর্ম এখন এত জনপ্রিয় হয়ে উঠেছে।
ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্থা এই সকল ক্ষেত্রে বিনিয়োগ করতে শুরু করেছে। ইতিমধ্যেই amazon prime, ডিসনি প্লাস হটস্টার ইত্যাদি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় বাজারে নেমেছে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা Jio। আর এবার তাদের টেক্কা দিতে বাজারে নতুন ওটিটি প্ল্যাটফর্ম আনছে BSNL।
ভারতের বাজারে যেখানে টেলিকম পরিষেবায় এয়ারটেল এবং জিও ইতিমধ্যেই দেশে 5G লঞ্চ করে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে অনেক পিছনে ফেলে দিয়েছে, সেই জায়গায় BSNL এখনো আটকে রয়েছে 3G তে। তবে এমন পরিস্থিতিতে তারা জিওকে টেক্কা দেওয়ার জন্য আলাদা কৌশল বেছে নিল এবং সেই আলাদা কৌশল হল নতুন OTT প্ল্যাটফর্ম।
Jio যেমন JioCinema-র মতো ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করে বিশ্বকে চমকে দিয়েছে ঠিক সেই রকমই এবার তাদেরকে টেক্কা দেওয়ার জন্য BSNL নিজেদের নতুন ওটিটি প্ল্যাটফর্মের ঘোষণা করল। নতুন এই ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাপ্লাস (Cinemaplus) নামে লঞ্চ হতে চলেছে। শুধু লঞ্চ নয় এর পাশাপাশি একাধিক চমক নিয়েও হাজির তারা।
লায়নসগেট, শেমারু, হাঙ্গামা-র মতো প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে BSNL। আর এই সকল প্লাটফর্মের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ফলে সিনেমাপ্লাস প্ল্যাটফর্মে দেখানো হবে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ, সিনেমা থেকে শুরু করে নানান ধরনের কনটেন্ট। এর আগে বিএসএনএল YuppTv নামে একটি ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছিল, সেই প্ল্যাটফর্মটি নতুন ভাবে সেজে সিনেমাপ্লাস নামে আত্মপ্রকাশ করবে।