Jio, Airtel -কে টেক্কা, দুটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলো BSNL

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে এক সময় একচ্ছত্র রাজ করেছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL। তবে এই রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ধীরে ধীরে নিজের রাজত্ব ধারাতে শুরু করে যখন বেসরকারি টেলিকম সংস্থাগুলি একের পর এক ব্যবসায়ী নজর কাড়তে শুরু করে। তবে শেষমেশ রাষ্ট্রীয় এই টেলিকম সংস্থা ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায়।

রাষ্ট্রীয় এই টেলিকম সংস্থা ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাতে দেশের বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Jio ও Airtel কে টেক্কা দেওয়ার জন্য নতুন দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো। নতুন এই দুটি রিচার্জ প্ল্যান অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় সস্তা এবং অনেক বেশি সুবিধা দিচ্ছে গ্রাহকদের।

তবে তাহলেও এখনো পর্যন্ত রাষ্ট্রীয় এই টেলিকম সংস্থা 4G পরিষেবা দেশজুড়ে শুরু করতে না পারার কারণে গ্রাহকদের মধ্যে ক্ষোভের খামতি নেই। যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলি 5G পরিষেবা লঞ্চ করে দিয়েছে এবং সেই পরিষেবা দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার মরিয়া প্রচেষ্টায় রয়েছে সেই জায়গায় BSNL এখনো গ্রাহকদের 3G পরিষেবা দিচ্ছে। সে যাই হোক এই টেলিকম সংস্থার নতুন দুটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

STV 269 : BSNL 269 প্রিপেড প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন 2 GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিনের। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল। এছাড়াও গ্রাহকরা পাবেন প্রতিদিন ১০০ SMS। পাশাপাশি বিনামূল্যে ব্যবহার করা যাবে BSNL Tunes। অন্যদিকে সাবস্ক্রিপশন হিসাবে রয়েছে Challenges Arena games, Eros Now Entertainment, Lystn Podcast Services, Hardy Mobile Game service, Lokdhun ও Zing সম্পূর্ণ বিনামূল্যে।

STV 769 : BSNL 769 প্রিপেড প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন 2 GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিনের। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল। এছাড়াও গ্রাহকরা পাবেন প্রতিদিন ১০০ SMS। পাশাপাশি বিনামূল্যে ব্যবহার করা যাবে BSNL Tunes। অন্যদিকে সাবস্ক্রিপশন হিসাবে রয়েছে Challenges Arena games, Eros Now Entertainment, Lystn Podcast Services, Hardy Mobile Game service, Lokdhun ও Zing সম্পূর্ণ বিনামূল্যে।