BSNL Offers: সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল সকল গ্রাহকদের জন্য এক বিরাট সুখবর এনেছে। একটা সময় ছিল যখন কমবেশি প্রত্যেক গ্রাহকই বিএসএনএল ব্যবহার করতো। কিন্তু জিও-এর দেখাদেখি এয়ারটেল, ভোডাফোন যখন আকর্ষণীয় অফার নিয়ে আসে তখন ধীরে ধীরে সকল গ্রাহকদের মন থেকে উঠে যেতে শুরু করে বিএসএনএল। এছাড়া আর একটি কারণ হলো বিএসএনএল অন্যান্য টেলিকম সংস্থাগুলির মত দ্রুতগতির ৪জি বা ৫জি নেটওয়ার্ক চালু করতে পারেনি। যার ফলে কেউই আর বিএসএনএল এর সিম ব্যবহার করতে পছন্দ করত না। জিও, এয়ারটেল তার পূর্ববর্তী রিচার্জের অ্যামাউন্ট বৃদ্ধি করে। তখনই বিএসএনএল নানা রকমের আকর্ষণীয় অফার (BSNL Offers) নিয়ে হাজির হয়।
বিএসএনএল তার দুটি ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের সাথে এক মাসের জন্য বিনামূল্যে ইন্টারনেট অফার (BSNL Offers) নিয়ে এসেছে। আপনাদের জানিয়ে রাখা ভালো যে ফেস্টিভ্যাল অফারের আওতায় এই বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হচ্ছে। BSNL-এর এই দুটি প্ল্যানের দাম ৫০০ টাকার কম।
বিএসএনএল-এর ফেস্টিবল অফারের (BSNL Offers) বিবরণ:-
BSNL তার ফাইবার বেসিক নিও এবং ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানগুলির সাথে এক মাসের জন্য বিনামূল্যে ইন্টারনেট অফার (BSNL Offers) এনেছে। তবে শর্ত হল এই প্ল্যানটি আপনাকে অন্তত ৩ মাসের জন্য নিতে হবে। BSNL-এর এই ফেস্টিবল অফারটি ৩১শে ডিসেম্বর পর্যন্ত বৈধ। আপনি যদি এই অফারের সুবিধা নিতে চান, তাহলে ৩১শে ডিসেম্বরের আগে আপনাকে এই প্ল্যানগুলি রিচার্জ করে নিতে হবে।
আরও পড়ুন: BSNL 5G Network: BSNL-এর গ্রাহকদের জন্য সুখবর, শীঘ্রই 5G সার্ভিস আসছে
BSNL মাত্র ৪৪৯ টাকায় একটি ব্রডব্যান্ড প্ল্যানটি নিয়ে এসেছে। এর নাম ফাইবার বেসিক নিও প্ল্যান। এতে ব্যবহারকারীরা ৩০Mbps স্পিড সহ এক মাসের জন্য ৩.৩ TB অর্থাৎ ৩৩০০GB ডেটা পাবেন। এর মানে হল আপনি প্রতিদিন ১০০GB এর বেশি ডেটা পাবেন। সম্পূর্ণ ৩৩০০GB ডেটা শেষ হয়ে যাওয়ার পরে, ইন্টারনেটের গতি ৪Mbps-এ কমে যায়। এর সাথে, আপনাকে প্ল্যানে আনলিমিটেড লোকাল এবং STD কলের সুবিধাও দেওয়া হচ্ছে। আপনি যদি এই প্ল্যানটি ৩ মাসের জন্য রিচার্জ করেন তবে আপনি ৫০ টাকা ছাড়ও পাবেন।
BSNL ফাইবার বেসিক ৪৪৯ টাকার প্ল্যানের সুবিধা:-
BSNL-এর ৪৯৯ টাকার প্ল্যানটি Fiber Basic নামেও পরিচিত। এই প্ল্যানটি ৫০ Mbps ডেটা স্পিড প্রদান করে। এই প্ল্যানটি ৩.৩ TB পর্যন্ত ডেটা বা ৩৩০০ GB মাসিক ডেটা ব্যবহারের অফার করে৷ একবার FUP সম্পন্ন হলে, ইন্টারনেটের গতি কমে যাবে ৪Mbps-এ। এই প্ল্যানে, ব্যবহারকারীরা ভারতের যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে সীমাহীন কলের সুবিধা পাবেন। এর সাথে, আপনি যদি এই প্ল্যানটি ৩ মাসের জন্য রিচার্জ করেন, তবে আপনি ১০০ টাকা ছাড়ও পাবেন। তবে এই অফারটি শুধুমাত্র ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৈধ।